পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চায়েতের নির্বাহী সহায়ক, প্রধানকে মারধর ; অভিযুক্ত তৃণমূল - West Midnapore TMC news

পঞ্চায়েত অফিসে ঢুকে ভাঙচুর, প্রধানকে মারধর । সঙ্গে নির্বাহী সহায়ককে অফিস থেকে টেনে বের করে পেটানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

TMC in Sabang
ছবি

By

Published : Jul 10, 2020, 5:08 AM IST

সবং, 10 জুলাই : আমফান দুর্গতদের তালিকায় নাম নেই ৷ আর এই কারণেই পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে অফিস থেকে টেনে বের করে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ পশ্চিম মেদিনীপুরের সবং বলপাই 9 নম্বর অঞ্চলের ঘটনা ৷ অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত ৷ এদিকে ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের কর্মীরা ৷ নিরাপত্তার দাবিতে অফিস তালা দিলেন পঞ্চায়েত উপপ্রধান ৷ অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই মানস ভুঁইঞার অনুগামী ৷

নির্বাহী সহায়কের পাশাপাশি প্রধানকে মারধর করা হয় । ভাঙচুরও চালানো হয় পঞ্চায়েত অফিসে ৷ মারধরের ছবি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ শংকর সিট নামে ওই নির্বাহী সহায়ককে অফিস থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এদিকে ঘটনার জেরে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে দেওয়া হয় ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের কর্মীরা ৷

কী বলছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান ?

বলপাই অঞ্চল প্রধান প্রতিমা প্রামাণিক বলেন , "গতকাল মানস ভুঁইঞার কিছু লোক আমাদের অফিসে এসে ক্ষতিগ্রস্তদের তালিকা দেখতে চান ৷ আমরা তাদের বলি আমাদের একটু সময় দিন আপনাদের আমরা তালিকা দেব ৷ কিন্তু কিছু না শুনে তারা আমাকে মারধর করে ৷ এরপর তারা দোতলা থেকে নিচে নেমে আমাদের সহায়ককে অফিস থেকে টেনে তুলে নিয়ে যায় ৷ CCTV-কে কাগজ দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেয় ৷ এরপর আমরা থানায় জানানোর পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি ৷ দুপুর প্রায় আড়াইটা থেকে সাড়ে চারটে অবধি আমি অফিসে তালাবন্ধ অবস্থায় ছিলাম ৷ পরে পুলিশের চারজন কনস্টেবলকে পাঠানো হয়েছিল ৷ তারাও কোনও কাজ করেনি ৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অঞ্চল অফিস বন্ধ থাকবে ৷"

প্রহৃত নির্বাহী সহায়ককে এ-বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "বেশ কিছু এলাকার মানুষ আমফানের ক্ষতিপূরণ পাচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে দিতে টেনে হিঁচড়ে নিয়ে যায় অফিসের বাইরে ৷ এরা সকলে তৃণমূল করে ৷" তিনি গোটা বিষয়টি সবং BDO- কে জানান ৷

এই ঘটনায় BJP নেতা শান্তনু সাউ বলেন, "স্বজনপোষণ, আত্মীয়দের সবকিছু পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল এইসব কাজ করছে ৷ যেখানে সরকারি কর্মচারী প্রহৃত হচ্ছে সেখানে, BJP কর্মীরা কেমন আছে ভাবুন ৷" বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল সবং BDO অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ৷ তিনি বলেন," ঘটনাটি ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েছি ৷ যেভাবে নির্দেশ আসবে, আমরা সেভাবে কাজ করব ৷"

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি এই ঘটনা স্বীকার করে বলেন, "কোথাও এইরকম ছোটোখাটো বিক্ষোভ হতে পারে ৷ আজ BDO দু'পক্ষকে ডেকেছেন ৷ যাঁরা বিক্ষোভ দেখান, যাঁরা তালা বন্ধ রাখেন তাঁরা কেউই দলের ভালো করেন না ৷ "

ABOUT THE AUTHOR

...view details