সবং, 10 জুলাই : আমফান দুর্গতদের তালিকায় নাম নেই ৷ আর এই কারণেই পঞ্চায়েতের নির্বাহী সহায়ককে অফিস থেকে টেনে বের করে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ পশ্চিম মেদিনীপুরের সবং বলপাই 9 নম্বর অঞ্চলের ঘটনা ৷ অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত ৷ এদিকে ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের কর্মীরা ৷ নিরাপত্তার দাবিতে অফিস তালা দিলেন পঞ্চায়েত উপপ্রধান ৷ অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই মানস ভুঁইঞার অনুগামী ৷
নির্বাহী সহায়কের পাশাপাশি প্রধানকে মারধর করা হয় । ভাঙচুরও চালানো হয় পঞ্চায়েত অফিসে ৷ মারধরের ছবি ধরা পড়েছে CCTV ক্যামেরায় ৷ শংকর সিট নামে ওই নির্বাহী সহায়ককে অফিস থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ ৷ এদিকে ঘটনার জেরে বৃহস্পতিবার পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে দেওয়া হয় ৷ নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েতের কর্মীরা ৷
বলপাই অঞ্চল প্রধান প্রতিমা প্রামাণিক বলেন , "গতকাল মানস ভুঁইঞার কিছু লোক আমাদের অফিসে এসে ক্ষতিগ্রস্তদের তালিকা দেখতে চান ৷ আমরা তাদের বলি আমাদের একটু সময় দিন আপনাদের আমরা তালিকা দেব ৷ কিন্তু কিছু না শুনে তারা আমাকে মারধর করে ৷ এরপর তারা দোতলা থেকে নিচে নেমে আমাদের সহায়ককে অফিস থেকে টেনে তুলে নিয়ে যায় ৷ CCTV-কে কাগজ দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেয় ৷ এরপর আমরা থানায় জানানোর পরেও পুলিশ ব্যবস্থা নেয়নি ৷ দুপুর প্রায় আড়াইটা থেকে সাড়ে চারটে অবধি আমি অফিসে তালাবন্ধ অবস্থায় ছিলাম ৷ পরে পুলিশের চারজন কনস্টেবলকে পাঠানো হয়েছিল ৷ তারাও কোনও কাজ করেনি ৷ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অঞ্চল অফিস বন্ধ থাকবে ৷"