মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলের অসন্তোষ প্রকাশ্যে চলে আসে (TMC Inner Clash due Bengal Civic Polls 2022 Candidate List) ৷ প্রার্থী হতে না পেরে অনেকে নির্দল প্রার্থী হন ৷ অনেকে আবার অন্য দলের প্রার্থী হয়েছেন ৷ এমন 20 জনকে বুধবার বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC Expels Dissidents in West Medinipur) ৷ এদিন দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে ওই নেতা-নেত্রীদের বহিষ্কারের কথা ঘোষণা করে তৃণমূল ৷
20 জনের মধ্যে 16 জন তৃণমূলের মেদিনীপুর ও খড়গপুর সাংগঠনিক জেলার সদস্য ৷ বাকি চার জন ঘাটাল সাংগঠনিক জেলার সদস্য ৷ এদিকে সামগ্রিক পরিস্থিতির জেরে পদ হারাতে হল খড়গপুর শহর তৃণমূলের যুব সভাপতি অসিত পাল, ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের সভাপতি মনোজ হালদারকে৷ তাঁকেও বহিষ্কার করেছে তৃণমূল ৷
খড়গপুর পৌরসভায় রিনা শেঠ, জগদম্বা গুপ্তা, তপন প্রধান, সুমিতা দাস, জয়া পালকে বহিষ্কার করা হয়েছে । এর মধ্যে তপন, জগদম্বা, সুমিতা তৃণমূল ছেড়েই কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন । রিনা শেঠও একইভাবে সিপিআই প্রার্থী হয়েছেন । বর্ষীয়ান তৃণমূল নেতা জহর পালের বউমা জয়া পাল নির্দল প্রার্থী হয়েছিলেন 35 নম্বর ওয়ার্ডে । জয়া পালের স্বামী অসিত পাল (ছোটকা)-কে শহর যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে । জহর পাল অবশ্য 33 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করছেন ৷
এদিন মেদিনীপুর শহরে জেলা পরিষদের সভাগৃহে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করে তৃণমূল ৷ সেখানে জেলায় পৌরসভা নির্বাচনের তৃণমূলের দুই কো-অর্ডিনেটর মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া ও বিধায়ক অজিত মাইতি উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন তৃণমূলের জেলাস্তরের আরও অনেক নেতা ৷