দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 15 জুন: অপরাজিত গোপাল ৷ 1965 সাল থেকে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তাঁকে ভোটের ময়দানে কেউ হারাতে পারেনি ৷ তাই সেই গোপালচন্দ্র নন্দীকেই এবারের পঞ্চায়েত ভোটে আরও একবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রস ৷ গতবার তিনি জিতেছিলেন পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের নন্দনপুর-2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর সংসদ থেকে ৷ এবার তিনি ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছেন সেখানকার গোবিন্দনগর পশ্চিম বুথ থেকে । 88 বছরের এই ‘যুবক’-এর দাবি, এবারও তাঁকে কেউ হারাতে পারবে না ৷ অপরাজিতই থেকে যাবেন তিনি ৷
1965 সালে গোপাল নন্দী প্রথমে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন । তার পর কংগ্রেসের হয়ে একাধিক ভোটে জিতেছেন তিনি ৷ পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি । তার পরও নির্বাচনে তাঁর বিজয়রথ থামেনি ৷ কংগ্রেসের আমলে যে জয়ের ধারা তিনি শুরু করেন ৷ বাম জমানাতেও অটুট থাকে ৷ তৃণমূল ক্ষমতায় আসার পরও তিনি ভোটযুদ্ধে নট আউট রয়েছেন ৷
1965 থেকে 2018, এই 53 বছরে তিনি কখনও গ্রাম পঞ্চায়েত, কখনও পঞ্চায়েত সমিতিতে ভোটে লড়েছেন ৷ পঞ্চায়েত প্রধানের দায়িত্বও সামলেছেন বেশ কয়েক বছর । 1965 সাল থেকে 1978 সাল পর্যন্ত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন । 1978 সালে ওই গ্রাম পঞ্চায়েত বামেরা দখল করলেও গোপাল নন্দী জেতেন । 2013 সালে পঞ্চায়েত সমিতির আসনে জিতে বন ও ভূমি কর্মাধ্যক্ষর দায়িত্ব সামলেছেন । একটানা 25 বছর পঞ্চায়েত সদস্য থাকার স্বীকৃতি হিসেবে 2009 সালে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শংসাপত্রও পেয়েছেন ।
আরও পড়ুন:অভিষেকের প্রস্তাব নাকচ করে প্রার্থী থেকে সরে দাঁড়ালেন হোসিরুউদ্দিন