পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Controversy over Ghatal fair: ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তরজা শাসক-বিরোধীদের - ঘাটাল মেলা

মঞ্চে রাজনৈতিক স্লোগান সায়নী ঘোষের ৷ মানা হয়নি কোভিড বিধি ৷ আমন্ত্রণ পাননি স্থানীয় বিজেপি বিধায়ক ৷ ঘাটালের শিশুমেলা (Controversy over Ghatal fair) নিয়ে ক্ষোভ চরমে বিরোধীদের ৷

tmc-doing-politics-over-ghatal-fair-bjp-alleges
ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা

By

Published : Jan 25, 2022, 7:42 PM IST

ঘাটাল, 25 জানুয়ারি: 32 বছর ধরে হয়ে আসছে অরাজনৈতিক মেলা ৷ অথচ এ বছর ঘাটাল উৎসব ও শিশু মেলাকে রাজনীতিকরণের (Controversy over Ghatal fair) চেষ্টার অভিযোগ উঠল ৷ মেলার উদ্বোধনীতে মঞ্চে উঠে রাজনৈতিক স্লোগান দেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ ৷ আর তাতেই বিতর্ক শুরু হয়েছে ঘাটাল জুড়ে । বিজেপির অভিযোগ, স্থানীয় বিধায়ক হওয়া সত্ত্বেও মেলা কমিটির তরফ থেকে বিজেপির শীতল কপাটকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ এটা অসৌজন্যর রাজনীতি বলে মত সিপিএম-এর ৷

ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা

করোনা বিধি লঙ্ঘন থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে তৃণমূলের স্লোগান (TMC doing politics over Ghatal fair), এই নিয়ে ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘিরে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে । ঘাটাল উৎসব ও শিশু মেলা এ বছর 33 বছরে পদার্পণ করল । ঘাটাল কলেজ মাঠ শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মেলা । পরিচালনায় ঘাটালের বিশিষ্টজনেরা ৷ শিশুমেলার সভাপতিত্ব করেন ঘাটালের মহকুমাশাসক ।

ঘাটাল মেলা

গত 23 জানুয়ারি মেলা শুরু হয় । মেলা উদ্বোধন করতে যান রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh at Ghatal fair)। মেলা কমিটির দাবি, কোভিড বিধি মেনেই এই মেলার আয়োজন করা হয়েছে ৷ কিন্তু মেলার ভেতরে মানা হচ্ছে না কোভিড বিধি এবং অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক । সেই তালিকায় রয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই ।

আরও পড়ুন:Saayoni Ghosh Gets bail : জামিন পেলেন সায়নী ঘোষ

এ বিষয়ে মেলা কমিটির সহ-সভাপতি দিলীপ মাঝি বলেন, "আমরা প্রত্যেককে সতর্ক করছি, আরও সতর্ক করব । গতকালই সবে মেলার উদ্বোধন হয়েছে ।"

ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তরজা শাসক-বিরোধীদের

মেলার উদ্বোধন ঘিরে বিতর্ক দানা বেঁধেছে । সায়নী ঘোষ যখন মঞ্চে ওঠেন তখন কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক হাতে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের দলীয় স্লোগান দেন । সায়নী ঘোষ নিজেও মেলার মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান । এই নিয়ে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি বলেন, ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালবাসীর আবেগের মেলা ৷ এই মেলা কোনও রাজনৈতিক দলের মেলা নয় । তৃণমূল ক্ষমতায় আছে বলে মেলা নিয়ে রাজনীতি করছে । তাঁর আরও অভিযোগ, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আশপাশের সব বিধায়ক আমন্ত্রিত হলেও তিনি ঘাটালের বিধায়ক হয়েও মেলায় আমন্ত্রণ পাননি ।

আরও পড়ুন:TMC Agitation at Bjp Office: সায়নীর গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় বিজেপি অফিসে বিক্ষোভ তৃণমূলের

বিধায়ককে আমন্ত্রণ না করা নিয়ে সিপিআইএম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম মণ্ডল বলেন, তিনি জনপ্রতিনিধি ৷ তাঁকে আমন্ত্রণ না করাটা অসৌজন্যতার প্রকাশ । করোনা বিধি না মানা নিয়েও সুর চড়ান উত্তম মণ্ডল ।

যদিও মেলা কমিটির সহ-সভাপতির সাফাই, "এটা কোনও রাজনৈতিক দলের মেলা নয় ৷ আমরা অভিনেত্রী হিসেবে সায়নী ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিলাম । তিনি মঞ্চে উঠে কী বলবেন সেটা আমাদের দেখার বিষয় নয় । আর মেলা কমিটি কাকে আমন্ত্রণ করবে আর কাকে করবে না, সেটা মেলা কমিটির নিজস্ব ব্যাপার । এ নিয়ে অহেতুক রাজনীতি করা হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details