গড়বেতা, 4 জানুয়ারি : ছোটো আঙারিয়ায় মৃত তৃণমূল কর্মীদের শোকসভায় এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি । আজ সভায় বক্তব্য রাখার পর BJP-কে আক্রমণ করে অজিত বলেন, "একদিন যারা CPI(M)-র হার্মাদ ছিল, আজ তারা BJP-র সম্পদ।"
2001 সালে আজকের দিনেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার ছোটো আঙারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগে । মৃত্যু হয় আরও চার তৃণমূল কর্মীর । তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, CPI(M)-এর নেতারা তৃণমূল কর্মীদের খুন করে লাশ গায়েব করে দিয়েছেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি । বিরোধীদের চাপে শুরু হয় CBI তদন্ত। শহিদদের স্মরণে সেই দিনটিতে প্রতিবছর তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়।