ঘাটাল, 22 এপ্রিল: গ্রামে রয়েছে পানীয় জলের জন্য ট্যাপের লাইন । কিন্তু প্রায় 6 মাস ধরে সেই ট্যাপকল থেকে পড়ছে না জল (Ghatal Water Problem) । গ্রীষ্মকালে পানীয় জলের চরম সমস্যায় পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দারা । বিষয়টি নিয়ে এলাকায় পোস্টার দিল বিজেপি ।
যদিও পানীয় জলের সমস্যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । গ্রামের একাধিক জায়গায় পোস্টার দিয়েছে বিজেপি । সেই পোস্টারে লেখা, 6 মাস ধরে পানীয় জল বন্ধ ৷ টিএমসি নেতারা চুপ কেন জবাব চাই, জবাব দাও । স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বিধানসভা নির্বাচনে ওই এলাকায় এগিয়ে ছিল বিজেপি ৷ তাই তৃণমূল নেতারা এলাকায় পানীয় জলের লাইন কেটে দিয়েছেন । রাজনৈতিক তরজা যাই হোক না কেন, পানীয় জল না পেয়ে গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন ।