অজবনগর (পশ্চিম মেদিনীপুর), 11 ডিসেম্বর: শাসকদলের গোষ্ঠী কোন্দল ও মারধরের ঘটনায় শনিবার উত্তেজনা ছড়াল ঘাটালে(TMC Booth President Accused of Beating Panchayat Member in Ghatal)৷ পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় পালটা বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের বুথ সভাপতি । মারধরের অভিযোগ তুলে বুথ সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার উন্নয়নমূলক কাজ কার দখলে থাকবে এই নিয়েই পঞ্চায়েত সদস্যর সঙ্গে বুথ সভাপতির অনুগামীদের মারধর ৷ যদিও অজবনগর 1নং গ্রাম পঞ্চায়েতের সদস্য মন্টু ধারার দাবি, বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া দুর্নীতিগ্রস্ত। এলাকার উন্নয়নমূলক কাজের টাকা লুটেপুটে খাওয়ার জন্য তাকে মারধর করেছে । এলাকায় সেচ দফতরের উদ্যোগে একটি বাঁধ মেরামতের কাজ হওয়ার কথা ছিল। সেখানে আলোচনা চলছিল শুক্রবার বিকেল নাগাদ ৷ হঠাৎ তৃণমূলের বুথ সভাপতি দীপঙ্কর খাঁড়া ও বুথের সহ-সভাপতি শক্তিপদ খাঁড়ার অনুগামী এসে তাকে মারধর করে । অভিযুক্তরা সকলেই গ্রাম পঞ্চায়েত প্রধান রাজকুমার ঘোষের অনুগামী। আখের গোছানোর জন্যই আমাকে সরিয়ে দিতে চাইছে এলাকার উন্নয়নমূলক কাজ থেকে।