দাঁতন, 9 সেপ্টেম্বর: 100 দিনের কাজ নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষে উত্তাপ্ত দাঁতন । দুই দলের 10 জন আহত হয়েছেন । উভয় পক্ষ একে অপরের দিকে অভিযোগ তুলেছে ৷ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷
নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বাড়ছে জেলায় । বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার আলিকষা গ্রাম পঞ্চায়েতের কাঁটাপাল গ্রামে 100 দিনের কাজে কাজ পাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও BJP সমর্থকরা । ঘটনায় আহত হয় দু'পক্ষের 10 জন কর্মী। BJP-র অভিযোগ, BJP পঞ্চায়েত সদস্যকে না জানিয়ে তৃণমূলের কর্মীরা এলাকায় 100 দিনের কাজ করছিল। এই বিষয়ে স্থানীয় BJP কর্মীরা জানতে গেলে তাঁদের উপর তৃণমূল কর্মীরা হামলা করে। যদিও তৃণমূলের দাবি, BJP পঞ্চায়েত সদস্য এলাকায় উন্নয়নের কাজ করছে না। তাই স্থানীয় একটি ক্লাবের সহযোগিতায় কাজ করা হচ্ছিল । তখনই বিনা প্ররোচনায় হামলা চালায় BJP কর্মীরা । আহত হন 5 জন তৃণমূল কর্মী । BJP-র তরফে জানানো হয়েছে, তাদেরও 5 কর্মী আহত হয়েছেন ৷ পরে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।