দাঁতন, 13 জুলাই :বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ ৷ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ ঘটনায় আহত হয়েছেন এক মহিলা-সহ ছয় তৃণমূল কর্মী ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন তাঁরা ৷ অস্বীকার গেরুয়া শিবিরের ৷ পাল্টা তাদের দাবি, তৃণমূলের সদস্যরাই বিজেপি কর্মীদের মারধর করেছে ৷
আরও পড়ুন :বাঁকুড়ার প্রতাপপুর বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা
ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় পরপর বাড়ি রয়েছে তৃণমূল ও বিজেপি কর্মীদের ৷ তেমনই একজনের বাড়িতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় ঝামেলা ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন অতর্কিতে তাদের কর্মীদের ওপর আক্রমণ করে ৷ তাতেই আহত হন বেশ কয়েকজন ৷ আহতরা হলেন লাল্টু দাস, বিশ্বজিৎ রাউত, উমাকান্ত মান্না, গৌর দাস, মতিলাল মান্না এবং পার্বতী রাউত ৷ ঘটনার পর তাঁদের দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় পুলিশ ৷