ঘাটাল, 19 ফেব্রুয়ারি: পৌরসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল । শুক্রবার নির্বাচনী পতাকা বাধা নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য । দুই দলের সংঘর্ষে আহত 3 । ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ঘাটাল থানায় ( TMC-BJP Clash At West Midnapore ) ।
সূত্রের খবর, ঘাটালের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় । বিজেপির অভিযোগ, শুক্রবার রাত 10 টা নাগাদ ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল তখন তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । এই ঘটনায় আহত 2 জন বিজেপি কর্মীকে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়েছে । অপরদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ 2 নম্বর ওয়ার্ডে রাতের বেলা যখন তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল তখন বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে মারধর করে । আহত ওই কর্মী ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন (3 Person Injured) ।