পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: 5 বছর একসঙ্গে পঞ্চায়েত পরিচালনা তৃণমূল ও সিপিএমের, এবার একাই জিততে মরিয়া দুইপক্ষ - তৃণমূল

পশ্চিম মেদিনীপুরের খেপুত গ্রাম পঞ্চায়েত ৷ ওই গ্রাম পঞ্চায়েতে গত পাঁচ বছর ছিল তৃণমূলের প্রধান ও সিপিএমের উপ-প্রধান ৷ এবার দুই পক্ষই একা ওই পঞ্চায়েত দখল করতে চাইছে ৷ বিজেপিও চাইছে ওই পঞ্চায়েতে জিততে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 28, 2023, 7:43 PM IST

5 বছর একসঙ্গে পঞ্চায়েত পরিচালনা তৃণমূল ও সিপিএমের, এবার একাই জিততে মরিয়া দুইপক্ষ

দাসপুর, 28 জুন: ভাগাভাগি করে পঞ্চায়েত চালানোর পাঁচ বছর শেষ ৷ এবার কৃতিত্ব দাবি করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল ও সিপিএম ৷ দুই পক্ষই আর ভাগাভাগির পঞ্চায়েত চাইছে না ৷ বরং একার জোরে ক্ষমতা দখল করতে মরিয়া তারা ৷ তাদের এই লড়াইয়ে একমাত্র কাঁটা বিজেপি ৷ কারণ, তারাও সেখানে এবার জিততে বদ্ধপরিকর ৷

তৃণমূল-সিপিএমের পঞ্চায়েত: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-2 ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত । সেখানেই 2018 সাল থেকে ভাগাভাগি করে প্রশাসন চালিয়েছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম ৷ প্রধান ছিল তৃণমূলের আর উপ-প্রধান ছিল সিপিএমের ৷ যদিও রাজ্য রাজনীতির যুযুধান এই দুইপক্ষের মধ্যে কোনও জোট ছিল না ৷ তবে সাংবিধানিক বাধ্য়বাধকতায় তাদের হাত মেলাতে হয়েছিল ৷

প্রধান তৃণমূলের চন্দনা বেরা সাঁতরা ও উপ-প্রধান সিপিএমের সৈয়দ হাসিনুর রহমান

ওই গ্রাম পঞ্চায়েতে 10টি আসন ৷ বোর্ড গড়তে হলে ছ’টি আসনে জয় জরুরি ৷ কিন্তু খেপুতের ভোটাররা দুই দলকেই সমান আসনে জেতান ৷ তৃণমূল ও সিপিএম, উভয়ই 5টি করে আসনে জেতে ৷ শেষ পর্যন্ত টস করে প্রধান ও উপ-প্রধান বেছে নেওয়া হয় ৷ সেখানেও বিপত্তি হয়৷ প্রধান পদ পায় তৃণমূল কংগ্রেস ৷ আর সিপিএম পায় উপ-প্রধানে পদ ৷ প্রধান পদে বসেন তৃণমূলের চন্দনা বেরা সাঁতরা ৷ আর উপ-প্রধান হন সিপিএমের সৈয়দ হাসিনুর রহমান ৷

পশ্চিম মেদিনীপুরের খেপুত গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রচার

তার পরের পাঁচ বছর তৃণমূল ও সিপিএম বোর্ড চালিয়েছে ৷ যৌথ উদ্যোগে এলাকায় উন্নয়ন হয়েছে বলেও দাবি দু’পক্ষের ৷ বিদায়ী পঞ্চায়েত প্রধান তৃণমূলের চন্দনা বেরা সাঁতরা বলেন, ‘‘আমরা ভিন্ন দলের হতে পারি ৷ কিন্তু আমরা এলাকায় উন্নয়ন করেছি এবং তাতে মানুষ খুশি । এবারও চাইব যেই দলই আসুক তাদের যেন আসল উদ্দেশ্যই থাকে এলাকার উন্নয়ন । সে ক্ষেত্রে ভিন্ন রাজনৈতিক দল কোনও ফ্যাক্টর নয় ।’’ অন্যদিকে বিদায়ী উপ-প্রধান সিপিএমের সৈয়দ হাসিনুর রহমান বলেন, ‘‘গত 5 বছর ধরেই আমরা শাসক দল তৃণমূলের সঙ্গেই প্রধান ও উপ-প্রধান হয়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করেছি ।’’

আরও পড়ুন:করমণ্ডল বিপর্যয় থেকে গোপাল ভাঁড়, পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখনে হরেক কার্টুন

একাই জিততে চায় তৃণমূল ও সিপিএম:ভাগাভাগির উন্নয়নের পাঁচ বছর শেষ ৷ তাই এবার তৃণমূল ও সিপিএম, দুই পক্ষই একার ক্ষমতায় খেপুত পঞ্চায়েতের ক্ষমতায় আসতে মরিয়া ৷ বর্তমানে খেপুত গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে হয়েছে 12টি । ফলে বোর্ড গড়তে সাতটি আসনে জয় জরুরি ৷ দুই পক্ষই গত পাঁচ বছরের উন্নয়নের কথা বলে ভোট চাইছেন ৷ বিদায়ী উপ-প্রধান সিপিএমের সৈয়দ হাসিনুর রহমান বলেন, ‘‘এবার আমরা এককভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছি । 12টি আসনের মধ্যে আমরা আশা করছি আটটি আসনে বিপুলভাবে জয়ী হব । আগামী দিনে এলাকার আরও উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেব ।’’

পশ্চিম মেদিনীপুরের দাসপুর-2 বিডিও কার্যালয়

কিন্তু তা কি সম্ভব হবে ? কারণ, এবার তৃণমূল ও সিপিএমের এই লড়াইয়ের মাঝে রয়েছে বিজেপিও ৷ তারাও এবার এই পঞ্চায়েত দখল করতে চাইছে ৷ বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত বলেন, ‘‘এই পাঁচ বছর তৃণমূল আর সিপিএম অ্যাডজাস্ট হয়ে কাজ করে পঞ্চায়েত মানুষকে ধোঁকা দিয়েছে । আসলে তৃণমূলে হল এ টিএম আর বি টিম হল এই সিপিএম । দু’জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে । তাই আমরা একক ভাবে হবে লড়াই করছি এবং এলাকার উন্নয়নের স্বার্থেই একক ভাবে ক্ষমতায় আসব । আর চোর মুক্ত পঞ্চায়েত গড়ব জেলায় ।’’

আরও পড়ুন:চোরমুক্ত পঞ্চায়েতের ডাক দিয়ে প্রার্থীদের নিয়ে টোটোয় ভোট প্রচার শুভেন্দুর

সব রাজনৈতিক দলই জয়ের ক্ষেত্রে আশাবাদী । শেষ হাসি হাসেন কোন রাজনৈতিক দল, সেটাই দেখার ।

ABOUT THE AUTHOR

...view details