পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সভায় যাওয়ার পথে BJP কর্মীদের মারধর, বাসে হামলা তৃণমূলের

আনন্দপুরে সভায় যোগ দিতে যাওয়ার সময় BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম প্রায় 50 ।

জখম BJP কর্মী

By

Published : Jun 29, 2019, 4:41 PM IST

Updated : Jun 29, 2019, 5:24 PM IST

কেশপুর, 29 জুন : সভায় যাওয়ার পথে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম প্রায় 50 BJP কর্মী ও সমর্থক । কেশপুরের বাজুয়াড়ার ঘটনা । প্রতিবাদে কেশপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ।

এই বাসে ভাঙচুর চালানো হয়েছে

আজ কেশপুর থানার আনন্দপুরে BJP-র একটি সভা ছিল । সেই সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও ভারতী ঘোষ । এই সভায় যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বাসে করে দলে দলে BJP কর্মী ও সমর্থকরা আসছিল । অভিযোগ, কেশপুরের বাজুয়াড়ার কাছে BJP কর্মী ও সমর্থকদের একটি বাস আসা মাত্র তাতে চড়াও হয় তৃণমূল কর্মীরা । ভাঙচুর চালানো হয় বাসে । BJP কর্মীদের বেধড়ক মারধর করা হয়। তাদের আরও অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ ছিল । কিন্তু কোনওরকম সাহায্য মেলেনি ।

জখমদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

বাসের ভিতরে ইট পড়ে আছে

বাস চালক অশোক পাল বলেন, "তৃণমূল অফিস থেকে লোকজন বেরিয়ে বাঁশ, রড নিয়ে আমাদের উপর চড়াও হয় । আমার মুখ চেনে ওরা । আমি কেশপুর রুটে অনেকদিন বাস চালাচ্ছি । আমাকে পর্যন্ত রেহাই দেয়নি । আমাদের নিরাপত্তা কোথায় ? আজ আমার জীবন চলে গেলে কোন পার্টি দায় নেবে ?"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

আনন্দপুরের সভা থেকে এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আমি পুলিশকে বলছি অভ্যাস পালটান । কারণ দিন পালটেছে ।"

এদিকে, BJP কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

Last Updated : Jun 29, 2019, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details