কেশপুর, 29 জুন : সভায় যাওয়ার পথে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম প্রায় 50 BJP কর্মী ও সমর্থক । কেশপুরের বাজুয়াড়ার ঘটনা । প্রতিবাদে কেশপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা ।
আজ কেশপুর থানার আনন্দপুরে BJP-র একটি সভা ছিল । সেই সভায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায় ও ভারতী ঘোষ । এই সভায় যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে বাসে করে দলে দলে BJP কর্মী ও সমর্থকরা আসছিল । অভিযোগ, কেশপুরের বাজুয়াড়ার কাছে BJP কর্মী ও সমর্থকদের একটি বাস আসা মাত্র তাতে চড়াও হয় তৃণমূল কর্মীরা । ভাঙচুর চালানো হয় বাসে । BJP কর্মীদের বেধড়ক মারধর করা হয়। তাদের আরও অভিযোগ, ঘটনাস্থানে পুলিশ ছিল । কিন্তু কোনওরকম সাহায্য মেলেনি ।
জখমদের কেশপুর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় । কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।