পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক - ঝাড়গ্রামে বাঘ-আতঙ্ক

সকালে বিষয়টি নজরে এসেছিল কয়েকজনের । তারপর থেকেই এক অজানা জন্তুর পায়ের ছাপকে কেন্দ্র করে বাঘের আতঙ্কে ভুগছে ঝাড়গ্রামবাসী ।

footprints
বাঘের পায়ের ছাপ

By

Published : Jan 5, 2020, 9:12 PM IST


ঝাড়গ্রাম, 5 জানুয়ারি : লালগড়ের আতঙ্ক কি ফিরছে ঝাড়গ্রামের বিনপুরে ? হতে চলছে 2018-র পুনরাবৃত্তি ? এখন এই কথাই ভাবাচ্ছে বিনপুর থানার লক্ষ্মণপুরের বাসিন্দাদের । কারণ আজ সকালে তারা এলাকায় এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় ।

আজ সকালে ঝাড়গ্রামের বিনপুর থানার লক্ষ্মণপুর সংলগ্ন এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা । তারপর থেকেই আতঙ্কিত তারা । কারণ এলাকাবাসীর দাবি, এই পায়ের ছাপ বাঘের । বনবিভাগের তরফে জানানো হয়েছে, এলাকায় যে পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে তা ক্যাট জাতীয় কোনও জন্তুর । তবে, সেই জন্তুটি বাঘ কি না সে সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি বনবিভাগ ।

2018 সালে লালগড় থেকে পাওয়া মৃত বাঘটি

2018 সালে লালগড়ে এরকমই বাঘের আতঙ্ক ছড়িয়েছিল । পরে সেই আতঙ্কই সত্যি হয় । লালগড়ের গুড়গুড়িপাল থানার বাগঘোরা জঙ্গল থেকে মৃত অবস্থায় একটি বাঘ উদ্ধার করে বনবিভাগকর্মীরা । তবে, বিনপুরে লালগড়ের সেই স্মৃতি ফিরতে চলেছে কি না তা স্পষ্টভাবে না জানালেও স্থানীয়দের সতর্ক করেছে বনবিভাগ । জঙ্গলে যাওয়ার উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা ।

ABOUT THE AUTHOR

...view details