মেদিনীপুর, 3 অগাস্ট : একবছর আগে গুড়গুড়িপাল থানার বাঘঘোড়ার জঙ্গলে পিটিয়ে হত্যা করা হয় একটি বাঘকে । দোষীরা এখনও গ্রেপ্তার হয়নি । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেটিভ অথরিটির (NTCA) পূর্বাঞ্চলীয় দপ্তরের IG ডাবলু লংভা ।
বাঘঘোড়ার জঙ্গলে বাঘের মৃত্যু নিয়ে তদন্তে কেন্দ্রীয় সংস্থা - Tiger death in Bagghora
গতবছর 13 এপ্রিল বাঘঘোড়ার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় । অভিযোগ ছিল পিটিয়ে মারার । বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেন ন্যাশনাল টাইগার কনজ়ারভেটিভ অথরিটির (NTCA) পূর্বাঞ্চলীয় দপ্তরের IG ডাবলু লংভা ।
গতবছর 13 এপ্রিল বাঘঘোড়ার জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার হয় । অভিযোগ ছিল পিটিয়ে মারার । সমালোচনার ঝড় ওঠে পশুপ্রেমীদের মধ্যে । তদন্ত শুরু করে বন দপ্তর । এক বছর পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি । রাজ্য সরকার যুক্তি দেখিয়ে বলে, কাউকে গ্রেপ্তার করলে জঙ্গলমহল অশান্ত হতে পারে । পরবর্তী সময়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চায় NTCA । যদিও রাজ্যের উত্তরে তারা খুশি হতে পারেনি ।
এরপর গতকাল বাঘঘোড়ার জঙ্গল পরিদর্শনে আসেন IG । সেখানে তিনি বলেন, "বাঘের মৃত্যু দেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । কোন পরিস্থিতিতে বাঘের মৃত্যু হয়েছিল তা তদন্ত করে খতিয়ে দেখা NTCA-র দায়িত্ব । তবে, যেহেতু এটা বিচারবিভাগীয় বিষয় তাই কোনও মন্তব্য করব না । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিষয়টি তুলে ধরব ।"