পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়ম মানেনি রাজ্য সরকার, প্রশাসনের সঙ্গে আর কোনও সহযোগিতা নয় : দিলীপ - West Bengal Assembly

পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে নির্বাচন করা নিয়ে উত্তপ্ত তৃণমূল-বিজেপি রাজনীতি ৷ বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ আজ সাংবাদিকদের জানালেন যে ওই কমিটিতে থেকে কোনও লাভ হত না ৷ বিরোধী দলের পাঠানো নাম থেকে নির্বাচন করা রীতি, সেই রীতি মানেনি রাজ্য় সরকার ৷ তাই প্রশাসনের সঙ্গে কোনও সহযোগিতা নয় ৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ

By

Published : Jul 10, 2021, 5:17 PM IST

মেদিনীপুর, 10 জুলাই : "আমরা নাম পাঠিয়েছিলাম ৷ কিন্তু এই সরকার সেই নামগুলো বাতিল করে দিয়ে নিজেদের মর্জি মতো ব্যক্তিকে পিএসি চেয়ারম্যান করেছে ৷ তাই এই সরকারের সঙ্গে কোনও সহযোগিতা নয় ৷" জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ মেদিনীপুর শহরে জেলার নেতা-কর্মীদের নিয়ে বৈঠকে আসেন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ বৈঠকে ঢোকার আগে গতকাল মুকুল রায়ের নির্বাচন নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের এই কথা জানান তিনি ৷

রাজ্য বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান হয়েছেন বিধানসভা নির্বাচনের পর বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা মুকুল রায় ৷ এ নিয়ে বিরোধী দলের সঙ্গে তরজা চরমে ৷ এমনকি তাঁর নাম ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা ৷ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন সকলে ৷

রাজ্যে বিজেপির অবস্থান নিয়ে তিনি বলেন, "লোকসভার সময় থেকে আমরা যখন লড়াই শুরু করি ৷ তখন থেকে সাধারণ মানুষের মনে একটা সাহস এসেছে ৷" তাঁর দাবি, তাই জনসাধারণ প্রতিবাদ করেছেন, আর সেই জন্যে বিজেপি ঝান্ডা ধরেছে ৷ তার ফলে তৃণমূলের অত্যাচার বেড়েছে ৷ তাঁর কথায়, "আমরা যখন চ্যালেঞ্জ করেছি, তখন আরও বেশি অত্যাচার হচ্ছে ৷" এও জানান যে তৃণমূলের অত্যাচারে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক ঘরছাড়া ৷ হাজারখানেক মানুষ কেশপুরের বাইরে রয়েছেন ৷ তাঁরা ফিরে এলেও তাঁদের উপর অত্যাচার হচ্ছে ৷ তাঁর দাবি, এ বিষয়ে পুলিশের কোনও সহযোগিতা পাওয়া যাচ্ছে না ৷ তিনি বলেন, "লাগাতার পুলিশকে বলা সত্ত্বেও যে ধরনের সহযোগিতা পুলিশের করা উচিত, করছে না ৷ এবং অত্যাচার চলছে ৷"

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্তে গঙ্গারামপুরে জাতীয় মানবাধিকার কমিশনের দল

এমনকি মানবাধিকার কমিশন ভোট-পরবর্তী হিংসার তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, সত্যতা যাচাই করছে, এতে জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধেও বিজেপি-র হয়ে কথা বলার অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে তিনি জানান যে, তৃণমূলের যাঁরা বলছেন তাঁদের মারা হয়েছে, তাঁরা নিয়ে গিয়ে দেখান ৷ তিনি বলেন, "'টিএমসি যদি অত্যাচার করে আর মানবাধিকার কমিশন যদি সেখানে যায় ৷ মানবাধিকারের কাজ তো ওটাই ৷ যখন প্রশাসন স্বীকার করে না, সহযোগিতা করে না ৷ কমপ্লেন নেয় না ৷" তাঁর মতে, এটা প্রশাসনের বিরুদ্ধে একপ্রকার নালিশ ৷ হাজার হাজার নালিশ পাঠিয়েছে বিজেপি, তা যাচাই করতে এসেছে মানবাধিকার কমিশন ৷

পশ্চিম মেদিনীপুরে জেলাস্তরের বৈঠকে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান পদ নিচ্ছে না ৷ তাঁরা কমিটিতে থাকবেন সদস্য হিসেবে ৷ সেখান থেকেই সাধারণ মানুষের জন্য লড়াই করবেন ৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "আমরা সেরকম সিদ্ধান্ত নিয়েছি ৷ সরকার যদি রীতিনীতি না মানে, আমাদের সহযোগিতা না চায়, তাহলে যা ইচ্ছে করতে পারে, আমাদের কোনও দায়িত্ব নেই ৷" তিনি জানান যে, নিয়ম অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান বিরোধী দলের পাঠানো নাম থেকে নির্বাচন করা উচিত ৷ এই সরকারের সঙ্গে কোনও সহযোগিতায় নেই বিজেপি জানিয়ে তিনি বলেন, "আর ওরকম পদে থেকে আমাদের কোনও লাভ নেই ৷"

ববি হাকিম জানিয়েছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় দেশের মানুষের কথা ভাবছেন, তাই ঐক্যবদ্ধ বিরোধিতা তৈরি করা হচ্ছে সারা দেশজুড়ে ৷ এই প্রসঙ্গে বিজেপি রাজ্য় সভাপতির সাফ উত্তর, "করুন না ৷ অনেকবার চেষ্টা করেছেন, আরেকবার করে দেখুন ৷"

আরও পড়ুন : মমতা চাইলে জেলে যেতে রাজি, প্রতিহিংসার অভিযোগে সরব শুভেন্দু

ABOUT THE AUTHOR

...view details