নারায়ণগড়, 18 অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মান্না গ্রাম পঞ্চায়েত অফিসে চুরির ঘটনা ঘটেছে কদিন আগে ৷ আর এবার চুরির ঘটনা ঘটল নারায়ণগরের রানীসরাই গ্রাম পঞ্চায়েত অফিসে । এখানে গ্রিল কেটে পাঁচটি ল্যাপটপ এবং বেশ কিছু টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা ৷ মান্না গ্রাম পঞ্চায়েত অফিসের থেকেও খোয়া গিয়েছিল ল্যাপটপ ও হার্ডডিস্ক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Theft in Panchayat Office in Narayangarh) ৷
জানা গিয়েছে, পঞ্চায়েত অফিসের একাধিক আলমারির লক ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা । তবে আলমারি থেকে কী কী নথি নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয় । মহকুমা পুলিশ আধিকারিক এবং বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস ঘোষ জানান কে বা কারা চুরি করেছে তা তাঁদের জানা নেই ।