মেদিনীপুর , 21 এপ্রিল : দালাল চক্রে পড়ে সর্বশান্ত হলেন বছর বাষট্টির আবুল কালাম ৷ বিচার চেয়ে দ্বারস্থ হলেন পুলিশ সুপারের কাছে ৷
স্ত্রীর মাথার টিউমার চিকিৎসা করাতে এসে সর্বশান্ত হলেন আবুল কালাম ৷ চোট গেল প্রায় দুই লক্ষ টাকা ৷
মেদিনীপুর , 21 এপ্রিল : দালাল চক্রে পড়ে সর্বশান্ত হলেন বছর বাষট্টির আবুল কালাম ৷ বিচার চেয়ে দ্বারস্থ হলেন পুলিশ সুপারের কাছে ৷
স্ত্রীর মাথার টিউমার চিকিৎসা করাতে এসে সর্বশান্ত হলেন আবুল কালাম ৷ চোট গেল প্রায় দুই লক্ষ টাকা ৷
বাংলাদেশী নাগরিক আবুল কালাম জানান , গত বছর ডিসেম্বর মাসে তিনি এক আত্মীয়ের বাড়িতে আসেন ওবং তারপর সেখান থেকে রাজু (ভারতীয় আত্মীয়) ব্যাঙ্গালুরু সাই বাবা হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা করান তাঁর স্ত্রীর ৷ অথচ , বৃদ্ধকে মিথ্যা হিসেব বুঝিয়ে অর্থাদায় করেন রাজু ৷ প্রায় দুই লক্ষ টাকা ৷ এখন সেই অর্থ ফিরে পেতে চান আবুল কালাম ৷
অথচ রাজুর কোনও পাত্তা না থাকায় বৃদ্ধ আবুল কালাম পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ৷
স্থানীয় বাসিন্দা পাতু বলেন ,বিদেশ থেকে একজন নাগরিক তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য এদেশে এনেছেন তাই ওঁনার পাশে দাড়িয়েছেন স্থানীয়রা ৷ তিনি আরও বলেন , 'আমাদের নিজেদের খুব লজ্জা ভারতবর্ষের যে, উনি বিদেশ থেকে এসেছেন ওঁকে যদি আমরা সহযোগিতা না করতে পারি এর থেকে আমাদের কোনও অপমান হতে পারে না ৷ '