খড়গপুর 18 অক্টোবর: খড়গপুর আইআইটি-তে আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল ৷ মঙ্গলবার রাতে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷ মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ্র ৷ তেলেঙ্গানার মেদাক জেলার তুপ্রাণ গ্রামে তাঁর বাড়ি ৷ তিনি খড়গপুর আইআইটি-র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে ৷ এ নিয়ে গত দেড় বছরে খড়গপুর আইআইটি-তে তিনজন আবাসিকের রহস্যমৃত্যুর ঘটনা ঘটল ৷
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে আইআইটি ক্যাম্পাসের লালবাহাদুর শাস্ত্রী হস্টেলের ঘরে কিরণ চন্দ্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহপাঠীরা ৷ তাঁরাই কিরণকে দ্রুত উদ্ধার করেন ৷ ততক্ষণের হস্টেলের অন্যান্য ছাত্ররা কর্তৃপক্ষকে খবর দেন ৷ এরপর তাঁকে উদ্ধার করে আইআইটি'র বিসি রায় টেকনোলজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে প্রাণ ছিল ৷ এমনকী চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর চেষ্টাও করেন ৷ কিন্তু, তাঁদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 বছরের কে কিরণ চন্দ্রের মৃত্যু হয় ৷
জানা গিয়েছে, কিরণের ভাইও খড়গপুর আইআইটি-র ছাত্র ৷ ঘটনার সময় তিনিও হস্টেলেই ছিলেন ৷ হাসপাতালে তাঁর সামনেই মারা যান কিরণ ৷ এই ঘটনায় খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ তো বটেই, এমনকি পুলিশও মুখে কুলুপ এঁটেছে ৷ পুলিশের তরফে শুধু জানানো হয়েছে, চতুর্থ বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মৃত্যুতে তারা তদন্ত শুরু করেছে ৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশের তরফে জানা হয়েছে ৷ এ নিয়ে জেলার পুলিশ সুপারকে ফোন করা হয়েছিল ইটিভি ভারতের তরফে ৷ কিন্তু, তিনি ইটিভি ভারতের প্রতিনিধির ফোন ধরেননি ৷