পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

আজ কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

teenager physically harassed at garbeta
গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ

By

Published : Dec 7, 2019, 11:37 PM IST

গড়বেতা, 7 ডিসেম্বর : গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ ৷ লালচাঁদ দোলই ওরফে লালু দোলই নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মানসিক ভারসাম্যহীনের পাশাপাশি ওই কিশোরী মূক ও বধির ৷ আজ ওই কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | একই গ্রামে তার বাড়ি | অভিযোগ, বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে | এরপর সে পালিয়ে যায় | দুপরে বাবা মা ঘরে ফিরে দেখেন অঝোরে কেঁদে চলেছে তাঁদের মেয়ে | কারণ জানতে চাইলে মূক-বধির ওই কিশোরী আকারে ইঙ্গিতে ঘটনা জানায় | তখন নির্যাতিতার বাবা-মাও কাঁদতে থাকেন | তাঁদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা আসেন | পুলিশে খবর দেওয়া হয় |

স্থানীয়রা ঘটনাস্থানে জড়ো হওয়ার পর নিজের বাড়ি থেকে ছুটে পালাতে থাকে লালু | সে কেন ছুটে পালাচ্ছে তা জানতে কয়েকজন তাকে ধরে ফেলেন | তবে কিছু বলতে চায়নি লালু ৷ তখন তার জামার কিছুটা অংশ ছেঁড়া দেখে সকলের সন্দেহ হয় | তাকে ধরে মারতে মারতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার কাছে | তাকে দেখেই নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে ৷ তার দিকে আঙুল দেখায় | তখন অভিযুক্তকে মারধর করেন স্থানীয়রা ৷ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে | নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় |

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে | কিশোরীকে হাসপাতালে ভরতি করা হয়েছে |

ABOUT THE AUTHOR

...view details