গড়বেতা, 7 ডিসেম্বর : গড়বেতায় মানসিক ভারসাম্যহীন কিশোরীকে মুখে কাপড় গুঁজে ধর্ষণের অভিযোগ ৷ লালচাঁদ দোলই ওরফে লালু দোলই নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
মানসিক ভারসাম্যহীনের পাশাপাশি ওই কিশোরী মূক ও বধির ৷ আজ ওই কিশোরীকে বাড়িতে একা রেখে ধান কাটতে যান তার বাবা-মা | এই সুযোগে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে লালু দোলই | একই গ্রামে তার বাড়ি | অভিযোগ, বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ কিশোরীর মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে | এরপর সে পালিয়ে যায় | দুপরে বাবা মা ঘরে ফিরে দেখেন অঝোরে কেঁদে চলেছে তাঁদের মেয়ে | কারণ জানতে চাইলে মূক-বধির ওই কিশোরী আকারে ইঙ্গিতে ঘটনা জানায় | তখন নির্যাতিতার বাবা-মাও কাঁদতে থাকেন | তাঁদের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা আসেন | পুলিশে খবর দেওয়া হয় |