পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 22, 2019, 1:58 PM IST

Updated : Sep 22, 2019, 3:41 PM IST

ETV Bharat / state

তন্ত্রসাধনার জন্য নাবালককে খুনে অভিযুক্ত কিশোর

নাবালককে খুনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে ৷ তন্ত্রসাধনার জন্য অভিযুক্ত কিশোর খুন করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ পুলিশের বক্তব্য, মৃত নাবালকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ৷ অনুমান, কোনও শক্ত জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷

আটক কিশোর

খড়গপুর, 22 সেপ্টেম্বর : তন্ত্রসাধনার জন্য নাবালককে খুনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে ৷ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা ৷ আটক তন্ত্রসাধকসহ তার পরিবারের আরও 8 সদস্য ৷

অভিযুক্ত কিশোর ক্লাস সেভেনের ছাত্র ৷ বাড়ি খড়গপুরের 6 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নিরঞ্জনবাড় এলাকায় ৷ স্থানীয়দের বক্তব্য, কারও বাড়িতে আগুন লাগলে বা কোনও কিছু চুরি গেলে সে মুহূর্তের মধ্যে গণনা করে বলে দিত পারত কে বা কারা আগুন লাগিয়েছে ৷ বা কে চুরি করেছে ৷ অনেক সময় দেবদেবীরাও তার উপর ভর করত ৷ তাই কোনও বিপদে পড়লেই স্থানীয়রা তার কাছে যেত ৷ এলাকায় তন্ত্রসাধক হিসেবেই পরিচিত ছিল সে ৷

গতকাল এলাকারই এক নাবালক রুদ্র নায়েক (7) সকালে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৷ রুদ্রর বাবা-মা তার খোঁজ শুরু করেন ৷ অনেক খোঁজাখুঁজির পরেও রুদ্রকে না পেয়ে তার বন্ধুবান্ধবদের জিজ্ঞাসা করেন ৷ জানতে পারেন রুদ্রকে শেষবার ওই কিশোর তন্ত্রসাধকের বাড়িতে দেখা গেছিল ৷ সেখানে প্রসাদ খেতে গেছিল রুদ্র৷ এরপরই তার বাবা-মা ওই কিশোরের বাড়ি যান ৷ সেখানে গিয়ে ছেলের খোঁজ করেন ৷ ওই কিশোর তাঁদের জানায়, রুদ্রকে দু'জন ব্যক্তি তুলে নিয়ে অনেক দূরে চলে গেছে ৷ তাকে আর পাওয়া যাবে না ৷ এই কথা শোনার পর তাঁরা বলেন, ছেলেকে না পেলে পুলিশে খবর দেবেন ৷ এরপরই ওই কিশোর ভয় পেয়ে যায় ৷ এবং জানায় পাশের বাড়িতে রয়েছে রুদ্র ৷ পাশের বাড়ি গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখেন তাঁরা ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ চিকিৎসকরা জানান, প্রায় 3 ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে রুদ্রর ৷ এই খবর জানাজানি হতেই এলাকায় শুরু হয় গন্ডগোল ৷ স্থানীয়রা ওই কিশোরের বাড়ি ঘিরে ফেলে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷

দেখুন ভিডিয়ো...

পুলিশ ওই কিশোরের বাড়ি পৌঁছালে ভিতর থেকে ওই কিশোর জানায়, সে তন্ত্রসাধক ৷ তাকে কেউ কিছু করতে পারবে না ৷ বরং ধরতে গেলে সে সবাইকে মেরে ফেলবে ৷ অবশেষে রাত 10 টা নাগাদ ওই কিশোর ও তার পরিবারের 8 জনকে আটক করে খড়গপুর থানার পুলিশ ৷

পুলিশের প্রাথমিক অনুমান, লোকের বাড়িতে ঢিল মারা, আগুন ধরিয়ে দেওয়া এসব কাজ ওই কিশোর ও তার পরিবারের সদস্যরাই পরিকল্পনামাফিক করত ৷ পুলিশের বক্তব্য, রুদ্রর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে ৷ অনুমান, কোনও শক্ত জিনিস দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

Last Updated : Sep 22, 2019, 3:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details