বাল্য বিবাহ রুখতে মাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন সুভাষ দত্ত ঘাটাল, 24 ডিসেম্বর: এলাকায় বাল্য বিবাহ ও শিশু শ্রমিকের জন্য কমছিল পড়ুয়া । তাই বাধ্য হয়ে রাস্তায় নামলেন মানবিক শিক্ষক । নিজের টাকায় মাইক কিনে রাস্তায় রাস্তায় ঘুরছেন স্কুলে পড়ুয়া ফেরানোর উদ্দেশ্যে । তার সঙ্গে বাল্য বিবাহ রোধে গ্রামবাসীদের দিচ্ছেন সচেতনতার বার্তা (Teacher Creating Awareness Against Child Marriage at Ghatal) ।
বেশ কয়েক মাস ধরে তিনি একাই এমন কাজ করে চলেছেন । পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ দত্ত ৷ স্কুল ছুটির পর হাতে মাইক নিয়ে গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছেন তিনি । প্রধান শিক্ষকের মূল লক্ষ্য, তাঁর স্কুল এলাকার পাশাপাশি গ্রামগুলি থেকে বাল্যবিবাহ বন্ধ করতে হবে, গ্রামের মানুষকে সচেতন করতে হবে । তাই বেশ কয়েক মাস আগেই নিজের পয়সা থেকে একটি হাত মাইক কিনে কাঁধে নিয়ে স্কুল ছুটির পর বেরিয়ে পড়ছেন পাড়ায় পাড়ায় ।
বর্তমানে প্রধান শিক্ষকের এই উদ্যোগ দেখে পাশে দাঁড়িয়েছেন দু'জন পার্শ্ব শিক্ষিক, কয়েকজন স্কুলের ছাত্রছাত্রী । স্কুল ছুটির পর প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরা যে সমস্ত গ্রাম থেকে আসে সেই সমস্ত গ্রামে পৌঁছে গিয়েছেন প্রচার করতে । কিন্তু কেন এই উদ্যোগ? জানা যায়, সুভাষ দত্তর স্কুলেই এক বছরে 55 জন পড়ুয়া ড্রপ আউট হয়েছে । স্কুল পড়ুয়া সংখ্যা হঠাৎ করেই কমে গিয়েছে । তার মধ্যে 27 জন ছাত্রী রয়েছে, তার মধ্যে অধিকাংশ ছাত্রী অল্প বয়সে বিয়ের পিঁড়িতেও বসেছে । তিনি দেখেন গ্রামে রয়েছে সচেতনতার অভাব তাই হচ্ছে বাল্যবিবাহ । এই অবস্থায় ওই শিক্ষক এগিয়ে আসেন ৷
বাল্যবিবাহ রোধে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রতিনিয়ত সচেতনতা প্রচার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রধান শিক্ষক । শুধু তাই নয়, যে সমস্ত ছেলেরা স্কুল বন্ধ করে অন্য কাজে কর্মরত হয়েছে তাদেরও স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন তিনি ।
আরও পড়ুন:জগদ্ধাত্রী পুজোয় মহিলার বেশে বাল্যবিবাহ রোধের প্রচারে শিক্ষক