ঘাটাল, 23 মে : ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের উপর বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের উপর ৷ পরে তিনি অসুস্থ হলে, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর কুশল সংবাদ নেওয়ার পর তিনি আসেন ঘাটাল থানায় ৷ সেখানে দলীয় কর্মীদের নিরাপত্তার ব্যাপারে কথা বলতে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ বলেন, " করোনা বিধিনিষেধ উঠে গেলে গণতান্ত্রিকভাবে এই সন্ত্রাসের মোকাবিলা করা হবে ৷"
রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে জঙ্গল মহলে বিজেপি নেতা কর্মীদের আক্রান্তের ঘটনা ঘটছে। পাশাপাশি ঘাটাল এলাকায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন শাসকদলের কাছে। এই ঘটনা শোনামাত্র গতকাল এক বিজেপি কর্মীকে দেখতে যান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। সেইসময় তাঁকে ঘিরে বোমাবাজির অভিযোগ ওঠে। যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাঁকে ঘাটাল হাসপাতালে ভর্তি করতে হয় ৷ দুপুর গড়াতেই তাঁকে দেখতে ঘাটালে তড়িঘড়ি আসেন শুভেন্দু অধিকারী। সেইসময় সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন , " মানুষের স্বার্থে আমরা যথেষ্ট সংযম রেখে চলেছি ৷ অন্য সময় হলে আমাদের প্রতিবাদ হত অন্যরকম ৷ বেশ কিছু জায়গায় তৃণমূল কর্মীরা আমাদের দলীয় কর্মীদের প্রতি অমানবিক আচরণ করছে ৷ এর জবাব তারা পাবেই ৷ "