পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়বেতায় ক্ষুদিরামের মূর্তি উদ্বোধন করবেন শুভেন্দু - Khudiram Bose

সমীকরণ গড়ছে-ভাঙছে, কিন্তু সভা থেমে নেই ৷ দলীয় ব্যানার-প্রতীক, দলনেত্রীর ছবি ছাড়াই একাধিক সভা করে চলেছেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

By

Published : Dec 2, 2020, 11:10 PM IST

গড়বেতা, 2 ডিসেম্বর : রাজনৈতিক সমীকরণ ভাঙছে গড়ছে, কিন্তু থেমে নেই কর্মসূচি ৷ কখনও শহিদ শ্মরণ, তো কখনও নন্দীগ্রাম দিবসে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেছেন৷ সভা থেকে নাম না করে একের পর এক তৃণমূল নেতা কখনও আবার দলকেও আক্রমণ করেছেন তিনি৷ এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচনে আসছেন শুভেন্দু অধিকারী৷

ক্ষুদিরাম বসুর 132 তম জন্মপূর্ণ লগ্নে গড়বেতার ক্ষুদিরাম বসু-র স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে একটি মূর্তি বসানো পরিকল্পনা করা হয়েছে। গড়বেতার রামসুন্দর বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হবে মূর্তিটি৷ এবার সেই মূর্তি উদ্বোধনের ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারী । আগামীকাল দুপুরে মূর্তি উদ্বোধন করবেন শুভেন্দু ।

গতকাল রাতে উত্তর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু৷ বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই প্রবীণ সাংসদ ৷ জানা গিয়েছে, ওই বৈঠকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয় শুভেন্দুর৷ চলতি মাসের 7 তারিখ পশ্চিম মেদিনীপুরের সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে বিধায়কদের৷ সেখানেই শুভেন্দুকেও উপস্থিত থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

কিন্তু 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ছন্দপতন৷ আলোচনা ফলপ্রসূ হয়নি! রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, গতকালের গোপন বৈঠক ও তার পর থেকে ঘটে চলা তৃণমূল বানাম শুভেন্দুর দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটতে পারে এই মঞ্চ থেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details