চন্দ্রকোনা (পশ্চিম মেদিনীপুর), 3 এপ্রিল: 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের তরফে ‘নো ভোট টু বিজেপি’ প্রচার চালানো হয়েছিল ৷ অনেকটা সেই কায়দায় দিনকয়েক আগে ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সোমবার তাঁর স্লোগানকে প্রচারের আকার দিতে টি-শার্ট প্রকাশ্যে আনলেন তিনি ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁঝরায় দলের কৃষক সমাবেশের মঞ্চে এই টি-শার্ট প্রকাশ্য়ে আনেন শুভেন্দু ৷ পরে টুইট করেও বিষয়টি জানান ৷ যা দেখে কটাক্ষ করেছে তৃণমূল ৷ তাদের দাবি, বাংলার শাসক দলকে নকল করছে কেন্দ্রের শাসক দল ৷
প্রসঙ্গত, এদনি বিজেপির চন্দ্রকোনার কর্মসূচি নিয়ে ধোঁয়াশা ছিল ৷ কারণ, প্রথমে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয় ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সভার কয়েকঘণ্টা আগে রায় দেয় আদালত ৷ শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয় সভার ৷ তার পর সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন শুভেন্দু ৷ তিনি যখন ভাষণ দেন, সেই সময় তিনি ‘নো ভোট টু মমতা’ লেখা একটি টিশার্ট পরেছিলেন ৷
জনতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘‘আজ থেকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে গেলে আমি এই গেঞ্জিটা গায়ে রাখব ৷’’ তার পরই তিনি ওই টি-শার্ট জনতাকে দেখান ৷ যার সামনে লেখা, ‘নো ভোট টু মমতা’ ৷ ওই টি-শার্টের পিছনে পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে ৷ শুভেন্দু এই নিয়ে আরও বলেন, ‘‘যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, রাজনৈতিক কর্মসূচিতে গেলে এইটা আমার গায়ে থাকবে ৷’’ এর জন্য তিনি জনতার কাছে অনুমতিও চেয়ে নেন ৷