পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: 'নোটবন্দিতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভাইপো', অভিষেককে কটাক্ষ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যায়

নোটবন্দিতে সুবিধা পেয়েছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ খড়গপুরের স্বাস্থ্যমেলায় যোগ দিতে এসে নোটবন্দির প্রসঙ্গ তুলে এভাবেই শাসকদলকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams Abhishek Banerjee) ৷

Suvendu Adhikari
খড়গপুরের স্বাস্থ্যমেলায় শুভেন্দু অধিকারী

By

Published : Jan 9, 2023, 12:42 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

খড়গপুর, 9 জানুয়ারি:খড়গপুরের স্বাস্থ্য মেলা থেকে অভিষেককে একহাত নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari slams on abhishek banerjee ) ৷ এই মেলাতে এসে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তিনি ৷ এই মেলার সভাতেই তিনি বলেন, "দিদি এবং ভাইপো দুজনকেই জেলে যেতে হবে (Abhishek Banerjee)।" নোটবন্দিতে সবথেকে বেশি সুবিধা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইরকমই দাবি করেছেন তিনি ৷ এই সময়ে বিপুল পরিমাণ টাকা বদলের অভিযোগ তুলেছেন (Demonetisation issue)৷

রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে একটি স্বাস্থ্য মেলাতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকরী ৷ শুভেন্দুবাবু বলেছেন, " বিভিন্ন থানার আইসি ও ব্যবসায়ীদের মাধ্যমে বস্তা বস্তা পুরনো 500 ও 1000 টাকার নোট বদল করা হয়েছে । অনুব্রত 100 কোটি টাকার নোট বদল করলে, ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করিয়েছেন । তাঁর ভয়েসকে অন্য ভয়েসের সঙ্গে মিশিয়ে কল রেকর্ডিং করে বিভ্রান্তি ছড়িয়েছে পিসি আর ভাইপো ।" তিনি তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেই দাবি করেন, তৃণমূল 2021 সালে মাত্র 42 কোটি টাকা ইলেক্টোরাল বন্ড পেয়েছিল ৷ সেই তৃণমূল 22 সালে 528 কোটি টাকার ইলেক্টোরাল বন্ড পেয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে ৷ প্রায় 1200% টাকা বৃদ্ধি পেয়েছে ।

আরও পড়ুন: আসছে দিদির দূত, তোলা মূলের ভূত ! নন্দীগ্রামে গিয়ে কটাক্ষ শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে দাবি করেন, সততার প্রতীক দিদিমণি আগে যারা যারা এই পার্টিকে এত টাকা পাঠিয়েছে তাদের নাম ও ঠিকানা ঘোষণা করুক । কাঁথি থানার আইসিকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ সম্পর্কে শুভেন্দু বলেন, "ভারতের বিচার ব্যবস্থা সবচেয়ে বড় । বিচারের বাণী নিভৃতে কাঁদে । শুধু অমলেন্দু বা অমরনাথ নয়, বড় মাথা পিসি ও ভাইপোকেও জেলে যেতে হবে । দেড় বছর ধরে সম্পূর্ণ মিথ্যা মামলা করেছে এই পিসি ও ভাইপো । বিরোধী দলনেতার কণ্ঠস্বরকেও এরা জালিয়াতি করেছে । ভারতবর্ষ বহুদলীয় ৷ এখানে শাসক ও বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক ।"

ABOUT THE AUTHOR

...view details