মেদিনীপুর, 29 সেপ্টেম্বর : কেন্দ্রীয় প্রকল্পের টাকা কী ঘুরপথে রাজ্যের প্রকল্পে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ? এই প্রশ্নের উত্তর পেতে তথ্যের অধিকার আইনে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বৃহস্পতিবার টুইট করে তিনি বিষয়টি জানিয়েছেন ৷
এদিন এই নিয়ে নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী দু’টি টুইট করেন ৷ প্রথম টুইটে তিনি তথ্যের অধিকার আইনে (RTI) তাঁর করা আবেদন পত্র ও সেই আবেদন পত্র ডাকযোগে পাঠানোর প্রমাণের ছবি পোস্ট করেন ৷ সঙ্গে লেখেন, পশ্চিমবঙ্গ সরকারে এখনও এমন কিছু আধিকারিক আছেন, যাঁরা এখনও পদের মর্যাদা রেখে কাজ করেন ৷ তাঁদের থেকে তিনি জানতে পেরেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা বেআইনি ভাবে ঘুরপথে ব্যবহার করা হচ্ছে ৷
পরের টুইটে শুভেন্দু দাবি করেছেন, একটি বেসরকারি ব্যাংকে পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট রিলিফ ফান্ডের জন্য রাজ্যের নোডাল অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷ ওই ব্যাংকেই আবার রাজ্যের জরুরি ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট রয়েছে ৷ কেন্দ্রের টাকা ঘুরপথে রাজ্যের জন্য ব্যবহারের ব্যবস্থা করতেই এই কাজ করা হয়েছে ৷
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সদর শহর মেদিনীপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি শহরের শরৎপল্লির নাগরিকবৃন্দের 43 বছরের পুরনো পুজোর উদ্বোধন করেন ৷ সেখানেও তিনি এই নিয়ে সরব হন ৷ তিনি যে এই বিষয়ে তথ্যের অধিকার আইনে জানতে চেয়েছেন, সেকথাও উল্লেখ করেন ৷ একই সঙ্গে জানান, এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে তিনি চিঠি লিখবেন ৷
মেদিনীপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারী
এদিন যে পুজোর উদ্বোধন করতে তিনি এসেছিলেন, সেই পুজো নিয়ে বিতর্ক রয়েছে ৷ পুরনো নাগরিকবৃ্ন্দের পুজোর পাশে আরও একটি পুজো রয়েছে ৷ যে পুজোর উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাউন্সিলর চন্দ্রাণী দাস ৷ তাই পুজোর উদ্বোধনের পর শুভেন্দু বলেন, ‘‘এই পুজো লড়াইয়ের । একটা পুজো করতে গেলেও যে কোর্টের দ্বারস্থ হতে হয়, তার জন্য উদ্যোক্তাদের কুর্নিশ জানাই । আমরা সমস্ত সিডিউল ফেলেই দৌড়ে এসেছি এই পুজো উদ্বোধনে । মায়ের কাছে আবেদন জানালাম যেন মা আমাকে শক্তি দেয়, আমি যেন অসুরকে বিনাশ করতে পারি, যেমন নন্দীগ্রামে করেছি ।’’
মেদিনীপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারী
এছাড়া নিয়োগ দুর্নীতি তিনি আরও একবার নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে ৷ তাঁর কথায়, ‘‘যেভাবে 13 লক্ষ ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে, পিসি সরকার জাদু বলেও এটা করতে পারত না । শিক্ষিত বেকার যুবকদের প্রতি বঞ্চনা এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে ।’’ এর পর তাঁর সংযোজন, ‘‘এই লড়াই শুধুমাত্র চাকরি প্রার্থী বেকারদের লড়াই নয় । এ লড়াই সামাজিক লড়াই, যাঁদের মিথ্যা কেস খাওয়ার ভয় নেই, তাঁরা এগিয়ে এলে নিশ্চিতভাবে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে ।’’
মেদিনীপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারী
এদিন পুজোর উদ্বোধনে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন বিজেপির মহিলা সভানেত্রী ভারতী ঘোষ । এর পরেই মেদিনীপুরের মিয়াঁবাজার এলাকার পুজো উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী ৷
মেদিনীপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু অধিকারী
আরও পড়ুন :কেন্দ্রের টাকা ঘুরপথে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যবহার, অভিযোগ শুভেন্দুর