পিংবনি, 9 অগস্ট:চোখের চিকিৎসার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ডায়মন্ড হারবারের সাংসদের এই বিদেশ যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ আদিবাসী দিবস উপলক্ষে বুধবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পিংবনিতে একটি সভার আয়োজন করা হয়েছিল ৷ এই উৎসবের সভা মঞ্চ থেকে অভিষেককে কটাক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷
পিংবনির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুড়মি নেতা রাজেশ মাহাতোকেও এদিন তুলোধোনা করেন শুভেন্দু ৷ এদিনের সভা শেষে শুভেন্দু অধিকারী বলেন, "তাঁর কোটি কোটি টাকা ৷ তাই তিনি চোখ সারাতে গিয়েছেন নিউ ইয়র্কে । যেখানে আমেরিকার প্রেসিডেন্টের চিকিৎসা হয় ৷ নার্সিংহোমেও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না ৷ বরং টাকা দিলেই চিকিৎসা করা হয়। এমনকী স্বাস্থ্যসাথী কার্ড চলে না ভেলোর, ওড়িশা ও বেঙ্গালুরুতেও ৷ অথচ পিসির আলালের ঘরের দুলাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন নিউইয়র্কে কোটি টাকা খরচা করে চোখ সারাতে ।" পাশাপাশি রাষ্ট্রপতির দৌপদী মুর্মুর উপমা টেনে শুভেন্দু বলেন, " যেখানে দেশের রাষ্ট্রপতি স্বয়ং নিজের চোখের চিকিৎসা করেন দেশের সরকারি আর্মি হাসপাতালে, সেখানে রাজ্যের সাংসদ কোটি টাকা খরচা করে নিউইয়র্কে চিকিৎসা করাতে গিয়েছেন ৷"