দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 3 সেপ্টেম্বর : কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) পলাতক অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে ফোনে কথা বলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ শুক্রবার এমনই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করতে গিয়ে তারই পালটা জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
শুক্রবার অভিষেক দাবি করেছিলেন, কয়েকমাস আগের ওই কথোপকথনের ফোন রেকর্ডিং আছে তাঁর কাছে ৷ এদিন দাসপুরের সোনাখালী হাইস্কুল মাঠে বিজেপির জনসভার মঞ্চ থেকে নন্দীগ্রামের বিধায়কের পালটা চ্যালেঞ্জ, ‘‘দম থাকলে অডিয়োর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোন নম্বর প্রকাশ করুন ৷ না হলে বুঝব সুদীপ্ত সেনের নকল চিঠির মতো ভুয়ো অডিয়ো শুভেন্দু অধিকারীর নামে প্রকাশ করেছেন বদনাম করার জন্য ।’’
শুক্রবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ সেখান থেকে বেরিয়ে তিনি চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন ৷ একই সঙ্গে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷
তিনি দাবি করেছিলেন, বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন বলেই নারদ কাণ্ডে ছাড়া পেয়ে যাচ্ছেন শুভেন্দু ৷ তাঁকে ভিডিয়োতে টাকা নিতে দেখা গেলেও জেরার জন্য সিবিআই তাঁকে ডাকছে না ৷ একই সঙ্গে কয়লা কেলেঙ্কারিতেও শুভেন্দুর যোগ আছে বলে তিনি অভিযোগ করেন ৷ তখন বিনয় মিশ্রর সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি সামনে আনেন ৷ তাঁর কাছে কল রেকর্ডিং আছে বলেও দাবি করেন ৷
Suvendu Challenges Abhishek: অডিয়ো রেকর্ডের সঙ্গে ফোন নম্বরও প্রকাশ্য আনুন, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর শনিবার তাঁরই পালটা জবাব দেন শুভেন্দু অধিকারী ৷ বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Bengal CM Mamata Banerjee) ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাপটে তিনি ফোন ধরতে পারেন না ৷ কারণ, মণ্ডল সভাপতিদের ফোন ট্যাপ করার দায়িত্ব দেওয়া হয়েছে থানার আইসিদের ৷ এছাড়াও তাঁদের সমস্ত কর্মী এবং নেতাদের ফোন ট্যাপ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের । তাই তিনি আতঙ্কিত হয়েই এই নেতা-কর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কথা বলেন ৷
তাই তাঁর চ্যালেঞ্জ, ‘‘ক্ষমতা থাকলে এই অডিয়ো রেকর্ডের সঙ্গে শুভেন্দু অধিকারাীর নিজস্ব নম্বরও প্রকাশ করবেন । না হলে বুঝব যে সুদীপ্ত সেনের চিঠির মতো কাউকে দিয়ে শুভেন্দু অধিকারীর গলা নকল করে বলানো হয়েছে । শুভেন্দু অধিকারী মাথা উঁচু করে বেঁচে থাকবে । ঠিক যেমন ভাবে সিপিএমকে উৎখাত করেছি, ঠিক সেই ভাবেই পিসি-ভাইপোকে (মমতা ও অভিষেক) উৎখাত করে ছাড়ব ৷’’
আরও পড়ুন :কয়লাপাচার কাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে ফোনে কথা শুভেন্দুর, বিস্ফোরক অভিষেক