চন্দ্রকোনা, 16 জানুয়ারি : একের পর এক জনসভা থেকে তৃণমূল নেত্রী ও 'ভাইপো'-কে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । চন্দ্রকোনার জনসভা থেকেও তৃণমূল যুবর সভাপতি এবং তৃণমূল নেতা-নেত্রীদের তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি । বললেন, "বালি-গাড়িকে হাত দেখিয়ে থামাচ্ছে পুলিশ । এরপর ত্রিশূল মার্কা কার্ড দেখালে ছেড়ে দিচ্ছে । আর ত্রিশূল মার্কা কার্ড ছাপানো হচ্ছে হরিশ মুখার্জ্জি রোড শান্তিনিকেতনে ।
শনিবার চন্দ্রকোনা পৌরসভার 8 ওয়ার্ড খেজুরডাঙা মাঠে এক জনসভা ও যোগদান মেলায় নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষ । জনসভা থেকে বিজেপিতে যোগদান করেন দাদার অনুগামীসহ তৃণমূল থেকে আসা একাধিক কর্মী ও সমর্থক । আজকের জনসভা থেকে শুভেন্দু অধিকারী একাধিক বিষয়ে কড়া আক্রমণ করেন তৃণমূলকে । পাশাপাশি স্বভাবসিদ্ধ ভাষায় নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একাধিক ইশুতে কটাক্ষ করেন । শুভেন্দুবাবুর বক্তৃতায় আজ আরও একবার উঠে এল 'তোলাবাজ' প্রসঙ্গ । তিনি বলেন, "জেলার প্রতিটি বালির গাড়িকে পুলিশরা হাত দেখাচ্ছে । ত্রিশূল মার্কা কার্ড, মণ্ডল মার্কা কার্ড দেখালেই ছাড় দেওয়া হচ্ছে । আর এই কার্ড ছাপানোর মেশিন রাখা আছে হরিশ মুখার্জ্জি রোডে, শান্তিনিকেতনে ল্যামিনেশন করা ।"
তিনি আরও বলেন, "এই কার্ড বিতরণের দায়িত্বে আছে লাল চুল কানে দুল । তার নাম যুবা তৃণমূল । যদি এই তৃণমূলকে এখনই না সরাতে পারেন তাহলে এই বালি চোর, পাথর চোর, আমফানের টাকা চোর, চাল চোর, টিকা চোর তৃণমূল আগামী দিনে কিডনি চুরি করবে । এইবার 148 টি আসন পেলে এরা কিডনি চুরি করে ফেলবে । তাই সাবধান সবাই ।"