পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: সংখ্যালঘু ভোট চলে যাওয়ার ভয়ে অশান্তি তৈরি করছে তৃণমূলই, অভিযোগ শুভেন্দুর - চন্দ্রকোনায় শুভেন্দুর সভা

রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকেই সরাসরি কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী ৷ সংখ্যালঘু ভোটের জন্য তৃণমূল এইসব করছে বলে তাঁর অভিযোগ ৷

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Apr 3, 2023, 9:44 PM IST

Updated : Apr 4, 2023, 12:45 AM IST

শুভেন্দু অধিকারীর বক্তব্য

চন্দ্রকোনা, 3 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত কয়েকদিনে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়ার মতো কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ যা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই প্রসঙ্গ টেনে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন চন্দ্রকোনার ঝাঁকরাতে দলীয় সভায় শুভেন্দু যে বক্তব্য রাখেন তার সারমর্ম ছিল, রাজ্যে বর্তমান এই অশান্তির জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী ৷ রাজ্যের বিরোধী দলনেতার দাবি, আনিশ খানের মৃত্যু, বগটুইয়ের ঘটনা ও সাগরদিঘি উপনির্বাচনের ফলের পর তৃণমূলের দিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন সংখ্যালঘুরা ৷ তাই অশান্তি তৈরি করে ও ভয়ের বাতাবরণ সৃষ্টি করে সেই সমর্থন ফের ফিরে পেতেই এইসব কাণ্ড ঘটাচ্ছেন শাসকদলের নেতারা ৷ রেড রোডের ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এই অশান্তিতে প্ররোচনা দিয়েছেন বলেও দাবি শুভেন্দুর ৷ এদিন মুখ্যমন্ত্রীকে ধাপ্পাবাজ বলেও কটাক্ষ করেন তিনি ৷

শিবপুর ও রিষড়ার ঘটনার প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু অধিকারী বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুসলিম ভোট ব্যাংক চলে যাচ্ছে ৷ এই রোষে তৃণমূলই অশান্তি করছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই শিবপুরের ঘটনার জন্য দায়ী । তিনি তাঁর ওখানকার নেতৃত্বকে দিয়েই এই গন্ডগোল করিয়েছেন ।" তৃণমূল বিভাজনের রাজনীতি করছে বলেও অভিযোগ তাঁর ৷ রামনবমীকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ বা গুজরাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন শুভেন্দু ৷

আরও পড়ুন:পাঁচদিন পরও কেন রামনবমীর শোভাযাত্রা, প্রশ্ন তুললেন মমতা

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের ফলের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা এদিন দাবি করেন, নন্দীগ্রামে তিনি যেমন মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তেমনই এবার এরাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন ৷ এদিন রাজ্যে দুর্নীতি প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু ৷ দিয়েছেন, 'চোর ধরো জেল ভরো' স্লোগানও ৷

Last Updated : Apr 4, 2023, 12:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details