দাঁতন, 27 ডিসেম্বর : রাজ্যে আজ মরশুমের শীতলতম দিন । কিন্তু রাজ্য-রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে । পূর্বস্থলী, কাঁথির পর এবার দাঁতন । পদ্মশিবিরে যোগ দেওয়ার পর নতুন দলের হয়ে একের পর এক জনসভা শুভেন্দু অধিকারীর । আজ দাঁতনের পেট্রল পাম্প থেকে সরাই বাজার পর্যন্ত একটি রোড শো করেন তিনি । রোড শো থেকেই আরও একবার ডাক দিলেন, "তোলাবাজ ভাইপো হটাও । আমফানের টাকা চোর হটাও । একশো দিনের টাকা চোর হটাও ।"
শুভেন্দু অধিকারী দলত্যাগের পর তৃণমূল শিবিরের থেকে প্রতিক্রিয়া এসেছিল, "মেদিনীপুরে বিশ্বাসঘাতকরা জন্মায়" । সেই প্রসঙ্গ টেনে আজ রোড শো থেকে তিনি বুঝিয়ে দেন যে, মেদিনীপুরে বিশ্বাসঘাতকরা জন্মায় না । বললেন, "মেদিনীপুরে বিশ্বাসঘাতকরা জন্মায়, না কি ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরারা জন্মায়, তা সময় আসলে বলে দেবে ।"
আজকের রোড শো শেষে সভা করেন শুভেন্দু অধিকারী । জনসভায় শুরু থেকেই শুভেন্দুর নিশানায় ছিল তৃণমূল । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আজ নবান্নকে একহাত নেন শুভেন্দু । সবুজসাথী প্রকল্পে ভাঙা সাইকেল দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি । পাশাপাশি, তৃণমূলের আমলে রাজ্যে 2 কোটি বেকার তৈরি হয়েছে বলেও দাবি করে তিনি ।