গড়বেতা, 6 ডিসেম্বর : বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড-সহ 11টি মামলায় তাঁর নাম জড়িয়েছিল । তার জেরে দীর্ঘ ন'বছর নিজের গড়ের বাইরে থাকতে হয়েছিল । অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে গড়বেতায় প্রবেশ করলেন বাম নেতা সুশান্ত ঘোষ ।
একসময় সিপিআইএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তথা পশ্চিমাঞ্চল উন্নয়নের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ আজ এলাকায় প্রবেশ করতে উৎসাহ দেখা দিল বাম কর্মীদের মধ্যে । দলীয় কর্মীরা বরণ করে নেন সুশান্তকে । গড়বেতায় আজ জনসভাও করছেন তিনি ।