চন্দ্রকোনা, 23 ফেব্রুয়ারি:অপারেশন থিয়েটার-সহ প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে (Chandrakona Rural Hospital) বন্ধ অস্ত্রোপচার ৷ কারণ, হাসপাতালে নেই কোনও অ্যানাস্থেটিস্ট ৷ এর ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন হবু মায়েরা ৷ প্রসবের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হলেই তাঁদের নিয়ে যেতে হচ্ছে দূরের হাসপাতাল কিংবা নার্সিংহোমে ৷ তাতে মা ও গর্ভস্থ শিশুর বিপদ বাড়ছে ৷ বাড়ছে খরচ ৷ রোগীর আত্মীয়দের দাবি, অবিলম্বে সমস্যা মেটানো হোক ৷ ঘটনার জন্য সরকার ও রাজ্য প্রশাসনকে দায়ী করছেন বিরোধীরা ৷ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকও ৷
বর্তমানে এই হাসপাতালের অন্তর্বিভাগের মোট 60টি শয্য়া রয়েছে ৷ চন্দ্রকোনা-2 ব্লকের স্বাস্থ্য আধিকারিক স্বপ্ননীল মিস্ত্রী এখানে রোগী দেখেন ৷ তিনি ছাড়াও হাসপাতালে রয়েছেন চারজন জেনারেল ফিজিশিয়ান এবং একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ৷ এই হাসপাতালে সিজারের সমস্তরকম পরিকাঠামোও রয়েছে ৷ কিন্তু, অ্যানাস্থেটিস্ট না-থাকায় বন্ধ গর্ভবতী-সহ অন্যদের অস্ত্রোপচার ৷
হাসপাতালে সূত্রে জানা গেল, এই সমস্যা শুরু হয় 2018 সালে ! পরবর্তীতে সমস্য়ার সাময়িক সমাধান হয় ৷ 2022 সালের জানুয়ারি মাসে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং একজন অ্যানাস্থিটিস্টকে নিয়োগ করা হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ৷ কিন্তু, ওই অ্যানাস্থিটিস্টকে বন্ড পোস্টিংয়ে এখানে আনা হয়েছিল ৷ ফলে বন্ডের সময়সীমা পেরোতেই তিনি অন্যত্র বদলি নিয়ে চলে যান ৷