পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Slams Mamata: শেষে ফ্রাঙ্কেনস্টাইন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির - ফ্রাঙ্কেনস্টাইন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফ্রাঙ্কেনস্টাইনের সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on CM) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 19, 2023, 10:52 PM IST

মমতাকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির

চন্দ্রকোনা, 19 মার্চ: সংখ্যালঘুকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মোয়াজ্জিন ভাতা দিয়ে বাড়িয়ে তুলেছিলেন সেই অস্ত্রেই তিনি ভোঁতা হবেন (Sukanta Majumdar in Paschim Medinipur)। ফ্রাঙ্কেনস্টাইনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি । এদিন সুকান্ত মজুমদার চন্দ্রকোনায় এসেছিলেন মৃত কৃষক (আলু) পরিবারকে সমবেদনা এবং কিছু অর্থ সাহায্য করতে । সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফ্রাঙ্কেনস্টাইনের সঙ্গে তুলনা করেন ৷

কয়েকদিন আগেই চন্দ্রকোনার ভগবানবাটি গ্রামের এক কৃষক আত্মঘাতী হন । রবিবার চন্দ্রকোনার সেই আত্মঘাতী কৃষকের বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মৃত ওই কৃষকের পরিবারের সাথে দেখা করেন তিনি ৷ তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাসও দেন । এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রের একাধিক ইস্যু সম্পর্কে প্রশ্নের উত্তর দেন সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন:লক্ষ্মীর ঝাঁপি খুলে চাকরির ঝাঁপি বন্ধ করে দেওয়া চলবে না, মমতাকে কটাক্ষ সুকান্তর

এদিন সংখ্যালঘু ক্ষোভ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যে অস্ত্রেই আজ ক্ষমতা দখল করেছে সেই অস্ত্রই উনি ভোঁতা হবেন । তিনি এও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ফ্রাঙ্কেনস্টাইনের মতনই হবে ।" পাশাপাশি কৃষকমৃত্যু প্রসঙ্গেই তিনি জানান, কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থে কৃষি বিল আনতে চেষ্টা করেছিল, কিন্তু বিরোধীরা সেই বিল কিছুদিন আনতে দেননি । ফলে যা হবার তাই হয়েছে । চাষিরা কখনো আড়াই টাকা আবার কখনো সাড়ে পাঁচ টাকা দরে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন । সেই আলু কলকাতার বাজারে 25 থেকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে ।

তিনি আরও উল্লেখ করেন, "দুর্ভাগ্যের বিষয় আগামিদিনে কেউ কৃষক হতে চাইছে না, সবাই পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে চাইছেন । এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অদূরদর্শিতার পরিচয় । যে যে সিভিক এই ভোটে বুথ দখল করতে পারব তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমোশন দেবেন । এটা একটি অদূরদর্শিতার পরিচয় । এই নিয়ে কোর্টে মামলা হবে এবং তিনি পুরনো জায়গায় ফিরে আসতে বাধ্য হবেন ।"

ABOUT THE AUTHOR

...view details