পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'টাকা পাঠাচ্ছেন মোদি, তোর বাপের টাকা নাকি যে দিবি না', তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্তর

সোমবার নারায়ণগড়ের দলীয় সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks TMC) ৷ তাঁর আক্রমণের নিশানায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলও ৷

ETV Bharat
Sukanta Majumdar

By

Published : Nov 14, 2022, 10:12 PM IST

নারায়ণগড়, 14 নভেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দলীয় সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks TMC) ৷ পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "তৃণমূলের বেশিরভাগ বড় বড় চোরেরা পঞ্চায়েতে বসে রয়েছে । তাই পঞ্চায়েত নির্বাচনে থেকেই তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে । তৃণমূল করলে তবে 100 দিনের কাজের জবকার্ড পাওয়া যাবে, নইলে জবকার্ড নেই ৷ কেন ? টাকা পাঠাচ্ছেন মোদি, তোর বাপের টাকা নাকি যে দিবি না ?"

বর্তমানে জেলে থাকা তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়কেও এদিন বিঁধেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ অনুব্রতকে এদিন 'হনু' বলে সম্বোধন করেন তিনি ৷ বলেন, "বীরভূমের হনু এখন জেলে । কালো চুলগুলো আস্তে আস্তে সাদা চুল হয়ে বামাক্ষ্যাপাতে পরিণত হয়েছে । চুলে কালার নেই, মনে আনন্দ নেই ৷ যে নিজে গুড়-বাতাসা ও চড়াম চড়ামের কথা বলত, সে এবং তাঁর দেহরক্ষী এখন জেলে পচছে ।"

তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, ছোট ঘটনা; তীব্র কটাক্ষ লকেটের

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও এখন জেলে । বেচারা কচি পাঁঠার মাংস এখন আর খেতে পারছে না । যে মন্ত্রী দু'বেলা ভাত খেতেন তিনি এখন ভাত খেতে পারছেন না ৷ 100 কেজি ওজন হয়ে যাওয়ায় সিবিআই থেকে বলা হচ্ছে যাতে ভাত না বরং রুটি খান । এছাড়াও তৃণমূলের আরও যত নেতা মন্ত্রী যারা চুরি করে ঘুরে বেড়াচ্ছেন তাদের জেলে ঢোকানোর দায়িত্ব বিজেপিকে নিতে হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details