পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: 'টাকা পাঠাচ্ছেন মোদি, তোর বাপের টাকা নাকি যে দিবি না', তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্তর - sukanta majumdar attacks tmc

সোমবার নারায়ণগড়ের দলীয় সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks TMC) ৷ তাঁর আক্রমণের নিশানায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলও ৷

ETV Bharat
Sukanta Majumdar

By

Published : Nov 14, 2022, 10:12 PM IST

নারায়ণগড়, 14 নভেম্বর: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের দলীয় সভা থেকে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks TMC) ৷ পঞ্চায়েত ভোট প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তিনি বলেন, "তৃণমূলের বেশিরভাগ বড় বড় চোরেরা পঞ্চায়েতে বসে রয়েছে । তাই পঞ্চায়েত নির্বাচনে থেকেই তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে । তৃণমূল করলে তবে 100 দিনের কাজের জবকার্ড পাওয়া যাবে, নইলে জবকার্ড নেই ৷ কেন ? টাকা পাঠাচ্ছেন মোদি, তোর বাপের টাকা নাকি যে দিবি না ?"

বর্তমানে জেলে থাকা তৃণমূলের দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়কেও এদিন বিঁধেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ অনুব্রতকে এদিন 'হনু' বলে সম্বোধন করেন তিনি ৷ বলেন, "বীরভূমের হনু এখন জেলে । কালো চুলগুলো আস্তে আস্তে সাদা চুল হয়ে বামাক্ষ্যাপাতে পরিণত হয়েছে । চুলে কালার নেই, মনে আনন্দ নেই ৷ যে নিজে গুড়-বাতাসা ও চড়াম চড়ামের কথা বলত, সে এবং তাঁর দেহরক্ষী এখন জেলে পচছে ।"

তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে সবই সাজানো ঘটনা, ছোট ঘটনা; তীব্র কটাক্ষ লকেটের

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও এখন জেলে । বেচারা কচি পাঁঠার মাংস এখন আর খেতে পারছে না । যে মন্ত্রী দু'বেলা ভাত খেতেন তিনি এখন ভাত খেতে পারছেন না ৷ 100 কেজি ওজন হয়ে যাওয়ায় সিবিআই থেকে বলা হচ্ছে যাতে ভাত না বরং রুটি খান । এছাড়াও তৃণমূলের আরও যত নেতা মন্ত্রী যারা চুরি করে ঘুরে বেড়াচ্ছেন তাদের জেলে ঢোকানোর দায়িত্ব বিজেপিকে নিতে হবে ৷ "

ABOUT THE AUTHOR

...view details