চন্দ্রকোনা, 24 মে:শুভদীপ পালের দেহ ফিরল চন্দ্রকোনার বাড়িতে ৷ আর তাঁর দেহ ফেরার পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে । পেশায় স্বাস্থ্যকর্মী এই যুবককে এসএসকেএম হাসপাতালে ভরতি করানো নিয়ে শুক্রবার রাতে বিতর্কে জড়ান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ যদিও শেষ পর্যন্ত সব প্রচেষ্টাকে ব্যর্থ করে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন শুভদীপ ৷ এ দিন ভোররাতে কলকাতা থেকে শুভদীপের দেহ আনা হয়েছে তাঁর গ্রামের বাড়িতে ।
গত 18 মে শুভদীপ পাল ও তার বন্ধুর মোটরবাইকে দুর্ঘটনা ঘটে কলকাতায় । সেই ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ শুভদীপকে উদ্ধার করে পুলিশ এনআরএস মেডিক্যাল কলেজে ভরতি করে । বাড়ির লোকেরা খবর পেয়ে সেখানে যায় এবং রোগীর অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারদের পরামর্শ মত ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভরতি করা হয় তাঁকে । পরে সেখান থেকে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সহযোগিতায় পিজিতে ভরতি করানোর চেষ্টা করা হয় শুভদীপকে । অভিযোগ, দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টাতেও শুভদীপকে মদন মিত্র পিজিতে ভরতি করতে পারেনি । সেখানে বেড নেই বলে তাঁকে ফিরিয়ে দেওয়া হয় ৷ এমনকী ঘটনাচক্রে শুভদীপকে ভরতি করানো নিয়ে ঝামেলার পরিপ্রেক্ষিতে মদন মিত্রের নামে এফআইআর দায়ের করে পিজি কর্তৃপক্ষ । বাধ্য হয়ে শুভদীপের বাড়ির লোকেরা পুনরায় মদন মিত্রের প্রচেষ্টায় আবার নিউরো সাইন্সে ভরতি করেন ৷ কিন্তু মঙ্গলবার শুভদীপের মৃত্যু হয় ।