পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Offline Exam Protest : মেদিনীপুর কলেজে অফলাইন পরীক্ষার প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের - Offline Exam Protest

করোনা ফুরিয়েছে ৷ কিন্তু অনলাইনের স্বাদ ফুরোয়নি ৷ তাই অনলাইন পরীক্ষার দাবিতে অবস্থানে মেদিনীপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা (Offline Exam Protest) ৷

Offline Exam Protest
অফলাইন পরীক্ষার প্রতিবাদে কলেজের মধ্যে বিক্ষোভ পড়ুয়াদের

By

Published : Apr 8, 2022, 4:37 PM IST

মেদিনীপুর 8 এপ্রিল :অনলাইন পরীক্ষার দাবিতে অবস্থান বিক্ষোভ মেদিনীপুর কলেজে (Offline Exam Protest) ৷ তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা প্লাকার্ড হাতে নিয়ে অনলাইন পরীক্ষার দাবিতে শ্লোগান তুলে প্রায় চার ঘণ্টা অবস্থানে বসেন ৷ এই ঘটনায় উত্তেজনা তৈরি হয় কলেজে। শুক্রবার কলেজ অধ্যক্ষ কলেজের বাইরে একটি মিটিংয়ে থাকায় দীর্ঘক্ষণ অবস্থানে বসেন ছাত্র-ছাত্রীরা।

করোনার জেরে দীর্ঘ দু‘ছর ধরে বন্ধ ছিল কলেজ-বিশ্ববিদ্যালয় ৷ চলছিল অনলাইন পড়াশোনা ৷ তবে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে সব কিছু ৷ করোনার বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে খুলেছে কলেজ বিশ্ববিদ্যালয়ও ৷ তেমনই মেদিনীপুর কলেজও অফলাইনে সবকিছু চালু হয়েছে ৷ কিন্তু এদিন অনলাইন চালু রাখার দাবিতে তৃতীয় বর্ষের 6নং সেমেস্টারের ফিজিক্স, কেমিস্ট্রি-সহ সায়েন্স ও আর্টসের ছাত্র-ছাত্রীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন ৷

আরও পড়ুন :দুর্গাপুরে অফলাইন পরীক্ষার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

যদিও এবিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে রাজি হননি পড়ুয়ারা। কলেজের তরফ থেকেও এই বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details