পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুর ডে কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদে পড়ুয়াদের আজ়াদি স্লোগান - increase fees Medinipur Medical College

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রতি সিমেস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ । ফি বৃদ্ধির পরিমাণ অনেক ক্ষেত্রেই 800-1000 টাকা । পড়ুয়াদের অভিযোগ, ফি কমানোর দাবিতে একাধিক বার আবেদন-নিবেদন করা হয়েছে । ডেপুটেশনও দেওয়া হয়েছে । কিন্তু লাভ হয়নি । থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি বলেন," আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন-নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে । কিন্তু কলেজ কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে । "

image
ধরনায় মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা

By

Published : Jan 2, 2020, 5:46 PM IST

Updated : Jan 2, 2020, 6:27 PM IST

মেদিনীপুর, 2 জানুয়ারি : "ফি বৃদ্ধি সে চাহিয়ে আজ়াদি" স্লোগান দিয়ে প্রতিবাদ জানাল মেদিনীপুর ডে কলেজের ছাত্র-ছাত্রীরা । ফি বৃদ্ধির প্রতিবাদে তারা আজ প্রতিবাদ জানায় । অবিলম্বে ফি কমানোর দাবিতে তারা কলেজের সামনে ধরনায় বসে ।

তৃতীয় বর্ষের ছাত্র সুকুমার মাঝির বক্তব্য

ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রতি সিমেস্টারে অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি করছে কলেজ কর্তৃপক্ষ । ফি বৃদ্ধির পরিমাণ অনেক ক্ষেত্রেই 800-1000 টাকা । পড়ুয়াদের অভিযোগ, ফি কমানোর দাবিতে একাধিক বার আবেদন-নিবেদন করা হয়েছে । ডেপুটেশনও দেওয়া হয়েছে । কিন্তু লাভ হয়নি । থার্ড ইয়ারের ছাত্র সুকুমার মাঝি বলেন," আমরা ফি বৃদ্ধির প্রতিবাদে বহুবার আবেদন-নিবেদন করেছি কলেজ কর্তৃপক্ষের কাছে । কিন্তু কলেজ কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি । অস্বাভাবিক হারে ফি বৃদ্ধির জন্য সমস্যা হচ্ছে । "

যদিও কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা বলেন," আমরা এই নিয়ে বহুবার ছাত্রছাত্রীদের সঙ্গে বসেছি । আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব । সমাধানের করার চেষ্টা করব ।"

Last Updated : Jan 2, 2020, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details