পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Herbal Gulal for Students: ভেষজ আবির তৈরিতে মত্ত পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা - আবির

রং খেলতে ভেষজ আবির (Herbal Gulal) প্রস্তুত করছে পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ৷ শিক্ষকদের পাঠে দক্ষ কচিকাঁচারা ঝট করে বানিয়ে ফেলছে এই আবির ৷

Herbal Gulal ETV Bharat
ভেষজ আবির

By

Published : Mar 2, 2023, 3:51 PM IST

ভেষজ আবির তৈরিতে মত্ত পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

মেদিনীপুর, 2 মার্চ: বসন্ত উৎসবে আবির দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে সকলে পছন্দ করে ৷ তাই বিগত দুবছরের মতো এবারেও পলাশী প্রাথমিক বিদ্যালয় (Palashi Primary School) ভেষজ আবির বানানোর উদ্যোগ নিয়েছে ৷ খুদে পড়ুয়াদের হাতে কলমে আবির তৈরি করাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা । অতি উৎসাহের সঙ্গে হেসে খেলে সেই আবির তৈরি করছে ছোট্ট পড়ুয়ারা ৷

ভেষজ আবির তৈরিতে মত্ত কচিকাঁচারা

দোল আসতে আর বাকি কয়েকদিন ৷ দোলের আগে থেকে সবচেয়ে বেশি উন্মাদনা থাকে কচিকাঁচাদের মধ্যে ৷ কী জামা পড়বে, কী রঙ কিনবে, সেই নিয়ে চলতে থাকে বাবা-মা বন্ধুদের সঙ্গে আলোচনা ৷ তবে দোল তো আসছে তার পাশাপাশি রাজ্যে চোখরাঙানি দেখা যাচ্ছে অ্যাডিনো ভাইরাসের ৷ শিশু স্বাস্থ্যকে আঘাত করছে এই ভাইরাস, সঙ্গে রয়েছে নিউমোনিয়ার বাড়বাড়ন্ত ৷ সবমিলিয়ে দোল খেলতে হবে সাবধানতা মেনে ৷

বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে বানানো আবির

তাই বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে বানানো আবির (Herbal Gulal) এবারে রঙ খেলতে পড়ুয়ারা ৷ ধনেপাতা, পালং শাক, বিট ,গাজর, কাঁচা হলুদ, পুঁই-এর পাকা বীজ প্রভৃতি থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা । দোল উৎসবের ঠিক আগে পড়ুয়ারা নিজেদের কাঁচা হাতে টিফিনের বিরতিতে তৈরি করল এই আবির ৷ ভেষজ আবির নিয়ে তারা মেতে উঠবে দোল উৎসবে ‌।

কচিকাঁচাদের মধ্যে অপর্ণা, শুভ, কল্পনা, সোহম ও বিশ্বজিৎদের কথায়, শিক্ষকরা তাদেরকে শিখিয়ে দিয়েছে ৷ তাই তারা এই আবির তৈরি করতে পারছে ৷ এছাড়াও গত বছরও তারা তৈরি করেছিল এই আবির ৷ তা এখনও অল্প বিস্তর মনে রয়েছে বলে জানান তারা ৷ তাই সহজেই এই ভেষজ আবির তৈরি করছে কচিকাঁচারা ।

দুই সহ-শিক্ষক কৌশিককুমার লোধ ও অসীমকুমার মণ্ডলর জানান, হাতে-কলমে কচিকাঁচাদের পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সহজ হয় ৷ তাই এই আয়োজন । দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেসরা বলেন, "এই কর্মসূচির মাধ্যমে কচিকাঁচারা জানল গাছ আমাদের বন্ধু ৷ তাকে রক্ষা করার দায়িত্বও আমাদের ।"

এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা 134 জন ৷ এই ভেষজ আবির তৈরির কর্মসূচি তৃতীয় বছরে পদার্পণ করল । ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র বলেন, "হাতে-কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয় ৷ তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কচিকাঁচাদের শেখার ভিত যেমন মজবুত হয়, ঠিক তেমনই তাদের মধ্যে সৃজনশীল মানসিকতাও গড়ে ওঠে । সর্বোপরি সম্পূর্ণ ভেষজ উপাদনে তৈরি হওয়া এই আবির কচিকাঁচাদের জন্য খুবই নিরাপদ ।"

প্রসঙ্গত, সারা বছরের নানারকম সামাজিক ও বাস্তব সম্পর্কিত বিভিন্ন ধরনের সহজ পাঠে এই খুদে পড়ুয়াদের দক্ষ করছে পলাশী প্রাথমিক বিদ্যালয় । যেখানে শুধু পড়াশোনা নয়, সেই সঙ্গে এই খুদেদের সবকিছু বিষয়েই দক্ষ করে তোলা হয় । কিছুদিন আগে হারিয়ে যাওয়া সেই 80-90 এর দশকের খেলা ফিরিয়ে এনেছে এই স্কুল ৷ খেলার ছলে সেগুলি পাঠ করে দেখাচ্ছিল স্কুলের পড়ুয়ারা ৷ খেলার মাধ্যমেই তাদের বুদ্ধির বিকাশ ঘটাচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা । আর এই সমস্ত চিন্তা ভাবনার ক্ষেত্রে সর্বোপরি দায়িত্ব পালন করছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্যসুন্দর মহাপাত্র ।

আরও পড়ুন:খেলার ছলে পড়ুয়াদের শিক্ষা দিচ্ছে পলাশী প্রাথমিক বিদ্যালয়

ABOUT THE AUTHOR

...view details