পলাশী (পশ্চিম মেদিনীপুর), 26 অগস্ট: এবার সবুজায়নের লক্ষ্যে রাখি তৈরির কর্মশালা পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় 100 জন পড়ুয়া বানিয়ে ফেলল 1000টি রাখি ৷ উল, কাগজ, সুতো দিয়ে তৈরি এই পরিবেশবান্ধব রাখি, কচিকাঁচারা রাখি পূর্ণিমার দিন পরিয়ে দেবে গ্রামবাসীদের হাতে। বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তি পেতে গাছ সংরক্ষণ এবং গাছ পরিচর্যার বার্তাও দেবে স্কুল পড়ুয়ারা ৷
আধুনিক যুগে সবকিছুই এখন ডিজিটালি হয়ে আসছে ৷ শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে উৎসব উদযাপন মুঠোফোনেই সারছেন বর্তমান তরুণ প্রজন্ম ৷ সেই জায়গায় দাঁড়িয়ে হস্তশিল্পের ছোঁয়া যেন হারাচ্ছে তার মিঠে সম্পর্কের বুনন ৷ পলাশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পড়ুয়াদের মধ্যে সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য শুরু করেন কর্মশালা ৷ পড়ুয়াদের হাতে তুলে দেন উল, দড়ি, সুতো, কাগজ ৷ তা দিয়ে ছাত্র-ছাত্রীরা বানিয়ে ফেলে নানা রঙের রাখি ৷
স্কুল পড়ুয়া টাপুর ভুঁইয়া ও অঙ্কিত মণ্ডল জানিয়েছে, রাখি তৈরির কর্মশালায় যোগ দিয়ে তাদের আনন্দ হয়েছে ৷ গাছ বাঁচানো ও তার পরিচর্যার বার্তাও দেবে তারা রাখির দিন ৷ এই বিষয়ে বিদ্যালয়ের সহ-শিক্ষক কৌশিক কুমার লোধ বলেন, ‘‘কচিকাঁচারা সবুজায়নের লক্ষ্যে গাছ এঁকেছে ৷ তাতে রাখি পরিয়ে দিয়েছে ৷ খুদেদের মধ্যে রাখি তৈরি করার প্রবণতা আগামী ভবিষ্যৎ সুন্দর করবে ।"