পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raksha Bandhan 2023: পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

Raksha Bandhan: আর কিছুদিন বাদেই রাখিবন্ধন উৎসব ৷ মৈত্রীর বন্ধন উদযাপনে তৈরি পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ৷ গাছ সংরক্ষণ এবং গাছ পরিচর্যার বার্তা দিতে নিজেদের হাতে তৈরি করলেন নানা ধরনের রাখি ৷ খুদেদের এই প্রচেষ্টায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ৷

Etv Bharat
পরিবেশবান্ধব রাখি বানিয়ে সচেতনতা বার্তা স্কুল পড়ুয়াদের

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 9:38 PM IST

রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা স্কুলের কচিকাঁচাদের

পলাশী (পশ্চিম মেদিনীপুর), 26 অগস্ট: এবার সবুজায়নের লক্ষ্যে রাখি তৈরির কর্মশালা পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় 100 জন পড়ুয়া বানিয়ে ফেলল 1000টি রাখি ৷ উল, কাগজ, সুতো দিয়ে তৈরি এই পরিবেশবান্ধব রাখি, কচিকাঁচারা রাখি পূর্ণিমার দিন পরিয়ে দেবে গ্রামবাসীদের হাতে। বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তি পেতে গাছ সংরক্ষণ এবং গাছ পরিচর্যার বার্তাও দেবে স্কুল পড়ুয়ারা ৷

আধুনিক যুগে সবকিছুই এখন ডিজিটালি হয়ে আসছে ৷ শুভেচ্ছা বার্তা থেকে শুরু করে উৎসব উদযাপন মুঠোফোনেই সারছেন বর্তমান তরুণ প্রজন্ম ৷ সেই জায়গায় দাঁড়িয়ে হস্তশিল্পের ছোঁয়া যেন হারাচ্ছে তার মিঠে সম্পর্কের বুনন ৷ পলাশী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁদের পড়ুয়াদের মধ্যে সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য শুরু করেন কর্মশালা ৷ পড়ুয়াদের হাতে তুলে দেন উল, দড়ি, সুতো, কাগজ ৷ তা দিয়ে ছাত্র-ছাত্রীরা বানিয়ে ফেলে নানা রঙের রাখি ৷

স্কুল পড়ুয়া টাপুর ভুঁইয়া ও অঙ্কিত মণ্ডল জানিয়েছে, রাখি তৈরির কর্মশালায় যোগ দিয়ে তাদের আনন্দ হয়েছে ৷ গাছ বাঁচানো ও তার পরিচর্যার বার্তাও দেবে তারা রাখির দিন ৷ এই বিষয়ে বিদ্যালয়ের সহ-শিক্ষক কৌশিক কুমার লোধ বলেন, ‘‘কচিকাঁচারা সবুজায়নের লক্ষ্যে গাছ এঁকেছে ৷ তাতে রাখি পরিয়ে দিয়েছে ৷ খুদেদের মধ্যে রাখি তৈরি করার প্রবণতা আগামী ভবিষ্যৎ সুন্দর করবে ।"

স্কুলের প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, ‘‘গাছ আমাদের বন্ধু ৷ বই পড়ে কচিকাঁচারা জেনেছে গাছ কীভাবে আমাদের উপকার করে । ঠিক তেমনি এই কর্মশালাতে তারা হাতে-কলমে তা জানল । পাশাপাশি গড়ে তোলা হয়েছে সবুজ ক্লাব । সকলে মিলে সেখানে শপথ নিয়েছে গাছকে বন্ধু হিসেবে আগলে রাখার সঙ্গে গ্রামবাসীদের গাছ বাঁচানোর বার্তা দেওয়া হবে ৷"

আরও পড়ুন: বিরল রোগে আক্রান্ত সপ্তর্ষি মণ্ডল, প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে বাঁচানোর আর্জি মায়ের

সহ-শিক্ষক অসীম কুমার মণ্ডল জানান, রাখি যেমন মানব ঐক্যের বন্ধনকে মজবুত করবে ঠিক তেমনি গাছের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা রাখছি। পার্শ্ব শিক্ষক গোপীনাথ বাস্কে ও শিক্ষিকা মামনি বেসরা জানান, হাতের কাজে ক্লাসে কচিকাঁচাদের কিছু রাখি তৈরির কৌশল শিখিয়ে দিয়েছিলাম ৷ ওদের এই আনন্দ সহকারে কাজ দেখে খুব ভালো লাগছে ।

ABOUT THE AUTHOR

...view details