ডেবরা, 18 জানুয়ারি : একই ছাত্রকে দু'বার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল ডেবরা আলোক কেন্দ্র স্কুলে (Debra student got COVID shot twice) । ছাত্রের অভিযোগ, তাকে শিক্ষকদের গাফিলতির জন্য দু-দু'বার ভ্যাকসিন দেওয়া হয় । একবার টোকেন দেওয়ার আগে এবং একবার টোকেন দেওয়ার পর । স্বাস্থ্য দফতরের পক্ষে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷ ছাত্রটিকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ।
প্রতিদিনই জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা ৷ সংক্রমণ রুখতে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও চলছে 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের করোনা টিকাকরণ কর্মসূচি । সেই মতো ডেবরা ব্লকের আলোক কেন্দ্র হাইস্কুলেও 15-18 বছরের পড়ুয়াদের টিকাকরণ চলছিল ৷ সেখানেই সোমবার আবদালীপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র উমেশ পাঁড়কে দশ মিনিটের ব্যাবধানে পর পর দু'টি করোনা টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ পড়ুয়া জানায়, টোকেন ছাড়া একবার ভ্যাকসিন নিয়েছে সে । কিন্তু শিক্ষকরা তার কথা না শুনেই টোকেন দেওয়ার পর আরও একবার ভ্যাকসিন দেওয়ান ৷ এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
পড়ুয়ার বাবা বলেন, "আমার ছেলে ভ্যাকসিন নিয়ে বেরোনোর পর আবার একবার ডেকে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়ান স্যারেরা । তাঁরা ভেবেছিলেন ও হয়ত ভয় পাচ্ছে বলে ভ্যাকসিন নেয়নি । কারণ প্রথমবার ওর টোকেনটি ভুল করে জমা নেওয়া হয়নি । তাই টোকেন জমা নিয়ে আরও একবার ভ্যাকসিন দিয়েছে । বাড়িতে এসে বলার পরই আমি স্কুলে গিয়েছিলাম । প্রধান শিক্ষক বললেন, এরকম হওয়ার কথা নয় । যদি হয়ও ভয় পাওয়ার দরকার নেই । তারপর আমাকে প্যারাসিটামল দেওয়া হয় । রাতে খাইয়েছি ।" জানা গিয়েছে, কিশোরের অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে । এখনও অবধি কোনও শারীরিক অসুস্থতা অনুভব করেনি সে ।