পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Debra Vaccine Controversy : একই ছাত্রকে 10 মিনিটে দু'বার ভ্যাকসিন ডেবরায় - ডেবরায় এক স্কুল ছাত্রকে দুবার করোনার টিকা

ডেবরায় এক স্কুল ছাত্রকে দুবার করোনার টিকা দেওয়ার ঘটনায় চরম বিতর্ক তৈরি হয়েছে (Debra student got COVID shot twice) ৷ এমন ঘটনা ঘটল কীভাবে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

COVID Vaccine Controversy
ডেবরায় এক স্কুল ছাত্রকে দুবার করোনার টিকা

By

Published : Jan 18, 2022, 4:50 PM IST

Updated : Jan 21, 2022, 1:25 PM IST

ডেবরা, 18 জানুয়ারি : একই ছাত্রকে দু'বার ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠল ডেবরা আলোক কেন্দ্র স্কুলে (Debra student got COVID shot twice) । ছাত্রের অভিযোগ, তাকে শিক্ষকদের গাফিলতির জন্য দু-দু'বার ভ্যাকসিন দেওয়া হয় । একবার টোকেন দেওয়ার আগে এবং একবার টোকেন দেওয়ার পর । স্বাস্থ্য দফতরের পক্ষে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ৷ ছাত্রটিকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে ।

প্রতিদিনই জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা ৷ সংক্রমণ রুখতে গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও চলছে 15 থেকে 18 বছর বয়সী পড়ুয়াদের করোনা টিকাকরণ কর্মসূচি । সেই মতো ডেবরা ব্লকের আলোক কেন্দ্র হাইস্কুলেও 15-18 বছরের পড়ুয়াদের টিকাকরণ চলছিল ৷ সেখানেই সোমবার আবদালীপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র উমেশ পাঁড়কে দশ মিনিটের ব্যাবধানে পর পর দু'টি করোনা টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ পড়ুয়া জানায়, টোকেন ছাড়া একবার ভ্যাকসিন নিয়েছে সে । কিন্তু শিক্ষকরা তার কথা না শুনেই টোকেন দেওয়ার পর আরও একবার ভ্যাকসিন দেওয়ান ৷ এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

পড়ুয়ার বাবা বলেন, "আমার ছেলে ভ্যাকসিন নিয়ে বেরোনোর পর আবার একবার ডেকে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়ান স্যারেরা । তাঁরা ভেবেছিলেন ও হয়ত ভয় পাচ্ছে বলে ভ্যাকসিন নেয়নি । কারণ প্রথমবার ওর টোকেনটি ভুল করে জমা নেওয়া হয়নি । তাই টোকেন জমা নিয়ে আরও একবার ভ্যাকসিন দিয়েছে । বাড়িতে এসে বলার পরই আমি স্কুলে গিয়েছিলাম । প্রধান শিক্ষক বললেন, এরকম হওয়ার কথা নয় । যদি হয়ও ভয় পাওয়ার দরকার নেই । তারপর আমাকে প্যারাসিটামল দেওয়া হয় । রাতে খাইয়েছি ।" জানা গিয়েছে, কিশোরের অবস্থা এখন স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে । এখনও অবধি কোনও শারীরিক অসুস্থতা অনুভব করেনি সে ।

একই ছাত্রকে 10 মিনিটে দু'বার ভ্যাকসিন ডেবরায়

তবে এই ঘটনা যে একেবারেই অনভিপ্রেত এবং কাঙ্ক্ষিত নয় তা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা । তিনি বলেন, "হয়ত সেরকম কোনও শারীরিক অসুবিধা হবে না । হলেও ছোটখাটো অ্যালার্জির সমস্যা হতে পারে ।" কড়া সুরে স্বাস্থ্য আধিকারিক বলেন, "এই ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত নয় । এত রকমের সচেতনতা অবলম্বন করা হচ্ছে, তা সত্ত্বেও এই ঘটনা কেন ঘটবে । আমরা বিষয়টি খতিয়ে দেখব ।"

অপরদিকে ডেবরা ব্লকের বিএমওএইচ ডাঃ আরিফ বলেন, "খবর পাওয়ার পরই আমি স্বাস্থ্য দফতরের টিম পাঠিয়েছিলাম খোঁজখবর নেওয়ার জন্য । তবে ছেলেটি এখন পুরোপুরি সুস্থ আছে । স্কুল নিজেই এখনও নিশ্চিত নয়, ওকে সত্যিই দু'বার ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা । যদিও ছেলেটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে টিকা দু'বার দেওয়া হয়েছে । আমরা ছেলেটির শারীরিক অবস্থার দিকে নজর রেখেছি প্রতি মুহূর্তে । অসুস্থতা অনুভব করলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : IIT Kharagpur Covid Protocol: বাড়ছে আক্রান্তের সংখ্যা, কড়া বিধিনিষেধ আইআইটি খড়্গপুরে

Last Updated : Jan 21, 2022, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details