দাঁতন, 16 অক্টোবর: এলাকায় আক্রমনাত্মক হয়ে উঠেছে বেশ কয়েকটি পাগলা কুকুর (Stray Dog Bite several people in West Medinipur) ৷ এই কুকুরদের কামড়ে আহত 20 জনেরও বেশি গ্রামবাসী । ঘটনায় আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরের মোগলমারি এলাকা। রেহাই পেতে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা ৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে পাগলা কুকুরের দল ৷ এখনও পর্যন্ত 20জন বাসিন্দা আহত হয়েছেন পাগলা কুকুরের আক্রমণে ৷ 2-3টি কুকুরের একটি দল আক্রমণ করছে স্থানীয়দের উপর ৷ ইতিমধ্যেই কুকুরের আক্রমণে আহত হয়ে এক বাসিন্দা দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুধু রাতেই নয়, দিনের বেলাতেও আক্রমণ করছে পাগলা কুকুরের দল ৷ বাচ্চা থেকে বুড়ো সকলেই আক্রমণের শিকার হচ্ছেন ৷ প্রাণ বাঁচাতে লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকাবাসী ৷ আহতদের মধ্য়ে বেশ কয়েকজন মহিলাও আছে ৷