কলকাতা, 27 সেপ্টেম্বর : নিয়মবহির্ভূতভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্কুলের জন্য জমি দেওয়ায় রাজ্য সরকার ও হিডকোকে 50 হাজার টাকা করে জরিমানা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন আজ । পাশাপাশি হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, মামলা দায়ের হওয়ার পরপরই যেহেতু সৌরভ গঙ্গোপাধ্যায় জমি ফেরত দিয়ে দিয়েছিলেন তাই সেই নির্দেশ আলাদা করে খারিজ করার কিছু নেই । 50 হাজার টাকা করে জরিমানার টাকা জমা দিতে হবে লিগাল সার্ভিস অফিসে । একইসঙ্গে এই ভাবে জমি নেওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর ট্রাস্টকেও 10 হাজার টাকা করে দিতে হবে টোকেন হিসাবে । 2016 সালে মামলা দায়ের হওয়ার পরপরই সৌরভ গঙ্গোপাধ্যায় নিউটাউনের ওই জমি রাজ্য সরকারের হাতে ফিরিয়ে দিয়েছিলেন ।
আদালত সূত্রে জানা যাচ্ছে, সৌরভ স্কুল গড়ার জন্য নিউটাউন এলাকায় জমি চেয়েছিলেন রাজ্যের কাছে । 2009 সালে রাজ্য সরকার তাঁকে প্রায় 11 কোটি টাকায় নিউটাউন অ্যাকশন এরিয়া 3-এ আড়াই একর জমি দেয় । কিন্তু জমির দাম বেশি বলে মনে করে রাজ্যকে চিঠি দেন সৌরভ । তাতে প্রায় 40 শতাংশ জমির দামের ছাড় দেয় রাজ্য । জমির দাম 6 কোটি টাকার কাছাকাছি করে রাজ্য সরকার । পরে তাঁকে নিউটাউন অ্যাকশন এরিয়া-3 থেকে অ্যাকশন এরিয়া-2-এ একই দামে জমি দিতে অনুমতি দেয় রাজ্য । কিন্তু ইতিমধ্যে বেআইনিভাবে জমি দেওয়া হচ্ছে দাবি করে 2016 সালে কলকাতা হাইকোর্টে মামলা করে হিউম্যানিটি সল্টলেক বলে একটি সংস্থা ।