পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Scam: পিংলায় ইডি ! পার্থর স্ত্রীর নামাঙ্কিত স্কুলে অভিযান গোয়েন্দাদের - পিংলার খবর

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলায় (Pingla) রয়েছে পেল্লায় একটি স্কুল ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে বুধবার পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) স্ত্রী বাবলি চট্টোপাধ্য়ায়ের নামাঙ্কিত এই স্কুলেই পৌঁছে গেলেন ইডি (ED) আধিকারিকরা ৷

SSC Recruitment Scam ED Officials reach at Pingla School named after Partha Chatterjee wife
SSC Recruitment Scam: পিংলায় ইডি ! পার্থর স্ত্রীর নামাঙ্কিত স্কুলে অভিযান গোয়েন্দাদের

By

Published : Sep 14, 2022, 8:11 PM IST

পিংলা, 14 সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নেমে এবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) পিংলায় (Pingla) পৌঁছে গেল ইডি (ED) ৷ বুধবার বিকেলে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)-এর গোয়েন্দারা হাজির হন এখানকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, এই স্কুলটি রাজ্য়ের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) স্ত্রী বাবলি চট্টোপাধ্য়ায়ের নামাঙ্কিত ৷ স্কুলটির নাম 'বাবলি চ্য়াটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল' (সংক্ষেপে বিসিএম ইন্টারন্য়াশনাল স্কুল) ৷ এদিন ইডি-এর তরফে মোট চারজন প্রতিনিধি এই স্কুলে আসেন ৷ স্কুলের আশপাশ ঘুরে দেখেন তাঁরা ৷ এক আধিকারিককে তাঁর মোবাইলে ভিডিয়োগ্রাফিও করতে দেখা যায় ৷

ইডি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিংলার গোপীনাথপুরের খিরিন্দা মৌজায় অবস্থিত এই স্কুলটির মালিকানা রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাইয়ের নামে ৷ কিন্তু, তিনি থাকেন বিদেশে ৷ তাই স্কুলের দেখাশোনা করেন তাঁর মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী ৷

আরও পড়ুন:আমি ন্যায়বিচার চাই ! আদালতে কান্নায় ভেঙে পড়লেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় গত 23 জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ ৷ সেই দিনই কৃষ্ণপ্রসাদ অধিকারীর খিরিন্দার বাড়িতে আয়কর দফতরের তরফে অভিযান চালানো হয় ৷ তখনই কৃষ্ণপ্রসাদের বাড়িতে এসেছিলেন পাঁচজন আয়কর আধিকারিক ৷ সকাল আটটা থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান চলেছিল রাত আটটা পর্যন্ত ৷ কৃষ্ণপ্রসাদের বাড়ি থেকে প্রচুর নথি ও ফাইল বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ সেইসঙ্গে, কৃষ্ণপ্রসাদকে টানা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল ৷ যার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি !

পিংলার স্কুলে ইডি !

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের পিংলা একটি প্রত্য়ন্ত গ্রামীণ এলাকা ৷ সেখানে বিসিএম ইন্টারন্য়াশনাল স্কুলের বহর দেখলে যে কারও চোখ কপালে উঠবে ! ঠাট-বাটে যেকোনও অভিজাত স্কুলকে লজ্জা দেবে এই শিক্ষা প্রতিষ্ঠান ৷ সূত্রের দাবি, এই স্কুল তৈরি করতে অন্তত 45 কোটি টাকা খরচ করা হয়েছে ! এত টাকা কোথা থেকে এল, তার উত্তর খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ৷ এ নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রকাশ্য়ে মুখ না খুললেও আড়ালে, আবডালে ফিসফাস চলছেই ৷ অনেকেরই আশঙ্কা, নিয়োগ দুর্নীতির কালো টাকায় তৈরি হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান ! এই অনুমান কত দূর সত্যি, তারই জবাব খুঁজছেন ইডি আধিকারিকরা ৷

ABOUT THE AUTHOR

...view details