পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Recruitment Scam: 'ভাই 12 পেলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব' ! চ্যালেঞ্জ মন্ত্রী শ্রীকান্তর

"আমার ভাই 12 পেতে পারে না ! ও 12 পেলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব !" নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) এবং তার জেরে তাঁর ভাইয়ের চাকরি যাওয়ায় ক্ষোভ উগরে দিলেন শ্রীকান্ত মাহাত (Srikanta Mahata slams SSC) ৷ আর কী কী বললেন তিনি ?

Srikanta Mahata slams SSC and some TMC coworkers for WB Recruitment Scam
ফাইল ছবি

By

Published : Mar 18, 2023, 3:37 PM IST

মন্ত্রীর চ্যালেঞ্জ

মেদিনীপুর, 18 মার্চ:আদালতের নির্দেশে ভাইয়ের চাকরি যাওয়ায় ক্ষোভ উগরে দিলেন রাজ্য়ের মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুরের শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত (Srikanta Mahata slams SSC) ৷ একযোগে নিশানা করলেন এসএসসি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তৃণমূলেরই একাংশকে ৷ নিয়োগ দুর্নীতির (WB Recruitment Scam) জন্য এসএসসির কর্মী ও আধিকারিকদের একাংশ সরাসরি দায়ী বলে অভিযোগ করলেন মন্ত্রী ৷ একইসঙ্গে, 'চ্য়ালেঞ্জ' করে বললেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে ওএমআর শিটে কারচুপির অভিযোগ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন তিনি !

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি হারান বিভিন্ন স্কুলে গ্রুপ সি পদে নিযুক্ত 842 জন ৷ ওএমআর শিট জালিয়াতির অভিযোগে তাঁরা সকলেই দোষী প্রমাণিত হন ৷ সেই তালিকার 284 নম্বরে নাম রয়েছে শ্রীকান্ত মাহাতর ভাই খোকন মাহাতর ৷ 2018 সাল থেকে ঝাড়গ্রামের বৈতা স্কুলে কর্মরত ছিলেন খোকন ৷ এই ঘটনা প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, "আমার ভাই 12 নম্বর পেতেই পারে না ! আমি চ্য়ালেঞ্জ করছি ৷ ওর উত্তরপত্র আবার পরীক্ষা করে দেখা হোক ৷ ফরেনসিক করা হোক ৷ ও যদি সত্যিই 12 নম্বর পেয়ে থাকে, আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব !"

মন্ত্রীর বক্তব্য, কেউ যদি সত্যিই দোষী হন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা দরকার ৷ তা সে মন্ত্রীর ভাই হোন, বা অন্য কেউ ৷ কিন্তু, যেভাবে ওএমআর শিট জালিয়াতির কথা বলে তুলে ভূরি ভূরি চাকরি চলে যাচ্ছে, তা তিনি মানতে পারছেন না বলেই জানিয়েছেন শ্রীকান্ত ৷ তাঁর মতে, বেআইনিভাবে চাকরিপ্রার্থীদের যে নম্বর বাড়ানো হয়েছে, সেই ঘটনার পিছনে এসএসসির একাংশের প্রত্যক্ষ মদত রয়েছে ! যাঁরা এমন কাণ্ড ঘটিয়েছেন, তাঁদের সকলের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন শ্রীকান্ত ৷ একইসঙ্গে, তাঁর দলের যে সহকর্মীরা এই ঘটনা কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলছেন, তাঁদেরও শাস্তি দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতি মামলায় 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব সিবিআইয়ের

পাশাপাশি, শ্রীকান্ত মনে করেন, বিতর্কিত ওএমআর শিটগুলি প্রকাশ্যে আনার আগে সেগুলির ফরেনসিক পরীক্ষা হওয়া দরকার ৷ একইসঙ্গে, ইডি ও সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য়ের মন্ত্রী ৷ জানতে চেয়েছেন, কেন অভিযুক্তদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ দেওয়ার আগেই তাঁদের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে ?

ABOUT THE AUTHOR

...view details