পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 মিনিট 34 সেকেন্ডে 111 পাখির নাম, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্ট সোয়েতা - সোয়েতা দত্ত

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জয়ন্তীপুরে বাড়ি সোয়েতার । রথের দিন সকালেই দত্ত বাড়িতে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, শংসাপত্র, বই সহ একাধিক উপহার ।

s
s

By

Published : Jul 13, 2021, 10:16 PM IST

চন্দ্রকোনা, 13 জুলাই : প্রখর স্মৃতিশক্তির প্রমাণ দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল চন্দ্রকোনার ছোট্ট সোয়েতা ৷ মাত্র 2 মিনিট 34 সেকেন্ডে 111টি পাখির ছবি দেখে তাদের নাম বলে দিয়েছে 5 বছর 4 মাসের সোয়েতা দত্ত ৷ তাতেই তার মতো দেশের বহু ক্ষুদেকে হারিয়ে খেতাব জিতেছে সে ৷

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জয়ন্তীপুরে বাড়ি সোয়েতার । বাবা অভিজিৎ দত্ত চন্দ্রকোনার মল্লেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের গণিতের শিক্ষক ৷ মা সুদেষ্ণা দত্ত গৃহবধূ । রথের দিন সকালেই দত্ত বাড়িতে এসেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, শংসাপত্র, বই সহ একাধিক উপহার । আপার কেজির ছাত্রী সোয়েতা অবশ্য জানে না, সে কত বড় কাণ্ড করেছে ৷ তবে সে আধো গলায় জানিয়েছে, পুরস্কার পেয়ে তার ভাল লাগছে ৷ তবে, স্বভাবতই উচ্ছ্বসিত বাবা-মা ৷

ছোট্ট সোয়েতা জানে না, সে কত বড় কাণ্ড করেছে

সোয়েতার মা সুদেষ্ণা দত্ত বলেন, "ও খুব সহজেই মনে রাখতে পারে ৷ পাখি ভালবাসে ৷ মেয়ে এত বড় পুরস্কার পাওয়ায় কতখানি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারব না ৷"

মেধাবী সোয়েতা পড়াশোনা, আবৃত্তি, ছবি আঁকাতেও অন্যদের থেকে এগিয়ে

আরও পড়ুন:নাচ-আবৃত্তি-স্তোত্রপাঠে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে অদ্রিজা

শুধু দারুণ স্মৃতিশক্তি অধিকারীই নয়, মেধাবী সোয়েতা পড়াশোনা, আবৃত্তি, ছবি আঁকাতেও তার বয়সী অন্যদের থেকে এগিয়ে ৷ এই বয়সে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতেও জানে সে ৷ প্রতিভাবান একমাত্র কন্যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন বাবা-মা ৷

ABOUT THE AUTHOR

...view details