পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son of Puffed Rice Seller to go to NASA: তরঙ্গ নিয়ে গবেষণায় নাসায় ডাক পেলেন মেদিনীপুরের মুড়ি বিক্রেতার ছেলে

তরঙ্গ (Son of Puffed Rice Seller to go to NASA) নিয়ে গবেষণায় নাসায় (NASA) ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের (West Midnapur News) মুড়ি বিক্রেতার ছেলে বিশ্বজিৎ ওঝা (Son of Puffed Rice Seller)৷ তাঁর গবেষণার বিষয়, সোলার উইন্ড কন্ট্রোল অফ ওয়েভ অ্যাক্টিভিটি ইন দ্য ম্যাগনেটোস্ফিয়ার (Solar Wind Control of Wave Activity in the Magnetosphere)৷

son-of-puffed-rice-seller-of-west-midnapur-goes-to-nasa-for-his-research-on-waves
তরঙ্গ নিয়ে গবেষণায় নাসায় ডাক পেলেন মেদিনীপুরের মুড়ি বিক্রেতার ছেলে

By

Published : Nov 27, 2022, 8:02 PM IST

মেদিনীপুর, 27 নভেম্বর:বাবা মুড়ি বিক্রেতা (Son of Puffed Rice Seller)৷ ছেলে যাচ্ছেন নাসায় (NASA)৷ সোলার উইন্ড কন্ট্রোল অফ ওয়েভ অ্যাক্টিভিটি ইন দ্য ম্যাগনেটোস্ফিয়ার (Solar Wind Control of Wave Activity in the Magnetosphere) নিয়ে মার্কিন গবেষণা সংস্থায় পাড়ি জমাতে চলেছেন মেদিনীপুরের ছেলে বিশ্বজিৎ ৷ তিনি দেশের জন্য কিছু করুন ৷ মেদিনীপুরের নাম উজ্জ্বল হোক সারা বিশ্বে ৷ এটাই স্বপ্ন পেশায় মুড়িবিক্রেতা বিষ্ণুপদ ওঝার (Son of Puffed Rice Seller to go to NASA)৷

সোলার উইন্ড কন্ট্রোল অফ ওয়েভ অ্যাকটিভিটি ইন দ্য ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে প্রজেক্ট তৈরি করে গবেষণার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিশ্বজিৎ । এই নিয়ে বছর দুয়েক আগেই নাসাতে আবেদন জানিয়েছিলেন মেদিনীপুর শহরের পালবাড়ির বাসিন্দা ৷ সেই গবেষণার জন্য এ বার নাসা থেকে ডাক পেলেন পেশায় মুড়ি বিক্রেতার ছেলে । এই খবরে গর্বিত পশ্চিম মেদিনীপুরের মানুষজন ৷

মেদিনীপুর (West Midnapur News) শহরের রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র বিশ্বজিৎ খড়্গপুর কলেজ থেকে স্নাতক পাশ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা নিয়ে স্নাতকোত্তর করেন ৷ এরপর মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম (IIG) -এ তরঙ্গ নিয়ে গবেষণা করেন ।

নাসাতে ডাক পাওয়া নিয়ে বিশ্বজিৎ বলেন, তাঁর গবেষণার বিষয় হল তরঙ্গ । পৃথিবীর বাইরে প্রায় 6 হাজার কিমি দূরে রয়েছে পৃথিবীর রেডিয়েশন বেল্ট । প্রায় 18/24 হাজার কিমি দূরে সৌর জগৎ ও মহাকাশের বিভিন্ন দিক থেকে আসা প্রচুর পরিমাণে উচ্চ শক্তিসম্পন্ন কণা (High Energy Particle) পৃথিবীর দিকে আসতে থাকে । কিন্তু সেই সব হাই এনার্জি পার্টিকলগুলো বিভিন্ন তরঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হয় । এই তরঙ্গগুলির কাজই হচ্ছে হাই এনার্জি পার্টিকলগুলিকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া । যাতে সেগুলি পৃথিবীপৃষ্ঠে আসতে না পারে ।

আরও পড়ুন:রোজ বাবার সঙ্গে বাজারে সবজি বিক্রি করেও মাধ্যমিকে 681, আলো আনল সুজিত

বিশ্বজিতের লক্ষ্য, সেই তরঙ্গগুলিকে শনাক্ত করা । এর দ্বারা এটা জানা যেতে পারে, যে উচ্চ শক্তিসম্পন্ন কণাগুলি কোথা থেকে আসছে এবং সেগুলিকে তরঙ্গ কীভাবে ও কোনদিকে যেতে বাধ্য করছে । তাঁর এই গবেষণা সফল হলে একদিকে যেমন বিভিন্ন হাই এনার্জি পার্টিকলগুলির পৃথিবীর দিকে আসা আটকানো যাবে, তেমনই পৃথিবীর চারপাশে যে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, সেগুলোর ক্ষতি হওয়া আটকানো যাবে । ইতিমধ্যেই নাসার মহাকাশ বিজ্ঞানী ডেভিড সাইব্যাক-এর সঙ্গে ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মেদিনীপুরের বিশ্বজিৎ ওঝা । তিনি চান গোটা বিশ্বে মেদিনীপুরের নাম উঠে আসুক ।

নাসায় ডাক পেলেন মেদিনীপুরের মুড়ি বিক্রেতার ছেলে

বিশ্বজিতের বাবা বিষ্ণুপদ ওঝা বললেন, ছেলের এই কাজে তিনি গর্বিত । তিনি চান ছেলে যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা পূরণ হোক এবং দেশের জন্য তাঁর ছেলে কিছু করে দেখাক ।

ABOUT THE AUTHOR

...view details