মেদিনীপুর, 17 নভেম্বর: নিয়মানুযায়ী কার্তিক সাধারণত বাড়িতে ফেলা হলে তবে পুজো হয় (Kartik Puja In Paschim Medinipur) ৷ কিন্তু মেদিনীপুরের সিনহা বাড়ির পুজোর ইতিহাস অনেকটাই আলাদা ৷ এখানে 36 বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কার্তিক পুজো হয়ে আসছে ৷ কার্তিকের কাছে নৈবেদ্য হিসাবে নিবেদন করা হয় কেক। পুজোর পর বিসর্জন হয় কার্তিকের ৷
এই পুজো ঘিরে উত্তেজনা চরমে থাকে পরিবারের সদস্যদের মধ্যে ৷ ভিন রাজ্যে থাকা বাড়ির মেয়েরাও উপস্থিত হয় ৷ তাদের কাছে কার্তিক ঠাকুর মূর্তি নয় ৷ তাদের দাদা ৷ অন্যান্য বছরের মতো এই বছরও পুজো উপলক্ষ্যেই বিধান নগর জে টোয়েন্টি সেভেনের 'বৃষ্ণি' বাড়িটি সেজে উঠেছে ৷ পুজোতে আসা সিনহা বাড়ির বড় মেয়ে ত্রিনেত্রী সিংহা বলেন, "তাঁর জন্মের তিন বছর আগে অর্থাৎ 1987 সালে পুজোর শুরু হয়েছিল। বাড়ির কর্তা দুর্গাপ্রসাদ সিনহা ও তাঁর স্ত্রী মৈয়েত্রী সিনহার দাম্পত্য জীবনের চতুর্থ বছরে পুজোর আগের রাতে আত্মীয়, বন্ধু-বান্ধবদের কেউ তাঁদের বাড়ির সামনে কার্তিক রেখে গিয়েছিলেন। সেই থেকে পুজোর শুরু ৷ সাধারণ গৃহস্থ বাড়িতে কার্তিক পুজো পরপর 4 বছর করার পর শেষ যায়। কিন্তু সিনহা বাড়িতে সেই পুজো চলছে এখনও নিষ্ঠা সহকারে।"