পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shanti Swarup Bhatnagar Prize : ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় - শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার

তিন বাঙালির সঙ্গে বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পেলেন খড়গপুর আইআইটির অধ্যাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷ খুশির হাওয়া খড়গপুরে ৷ কী নিয়ে ছিল গবেষণা ? সাফল্যের খুঁটিনাটি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক খড়গপুর আইআইটির অধ্যাপক তথা বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়
ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়

By

Published : Oct 4, 2021, 2:36 PM IST

খড়গপুর, 4 অক্টোবর : ক্রিপ্টোগ্রাফি ও নেটওয়ার্ক সিস্টেম আবিষ্কার করে খড়গপুর আইআইটির অধ্যাপক-বিজ্ঞানী পেলেন বিজ্ঞানে দেশের সর্বোচ্চ পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ।


গত 26 সেপ্টেম্বর এই পুরস্কারে ভূষিত হন খড়গপুর আইআইটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায় । গোটা রাজ্যে তিন বাঙালির সঙ্গে তিনিও পেলেন বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার ৷ আর তাতেই খুশির হাওয়া খড়গপুর আইআইটি জুড়ে ৷

বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এই অ্যাওয়ার্ড থাকলেও দেবদীপবাবু সাইবার সিকিউরিটির ক্রিপ্টোগ্রাফির উপর আবিষ্কারের জন্য এই পুরস্কার পান ৷ আর নিঃসন্দেহে বর্তমানে ডিজিটাল যুগে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷

এখন মোবাইল ফোনেই ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুর ডেটা রাখা থাকে । তাই প্রাইভেসির একটা ব্যাপার থেকেই থাকে । আর এই সময়ে বিভিন্ন জায়গায় অভিযোগ আসে হ্যাকারদের দৌরাত্ম্য নিয়ে ৷ হ্যাকাররা সহজেই প্রাইভেসি নষ্ট করে সমস্ত টাকা এবং তথ্য হাতিয়ে নেয় ৷ তাছাড়া সেই সব হ্যাকারদের পাসওয়ার্ড ভেঙে টাকা ও তথ্য উদ্ধার করা একটা বড় চ্যালেঞ্জ ।

ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক বিজ্ঞানী দেবদীপ মুখোপাধ্যায়

দেবদীপবাবু যা আবিষ্কার করেছেন তা হল ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম ৷ যার দ্বারা সহজেই হ্যাক করা পাসওয়ার্ডকে স্ক্রিপটোগ্রাফির মাধ্যমে নিজেদের মতো পাসওয়ার্ড তৈরি করা যাবে । জঙ্গি হ্যাকারদের শায়েস্তা করতে এই সিস্টেম দারুণ কাজে আসবে ।


আরও পড়ুন :Shanti Swarup Bhatnagar Prize : বিজ্ঞানক্ষেত্রে দেশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ঘরের ছেলে, খুশির হাওয়া দিনহাটায়

ABOUT THE AUTHOR

...view details