পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীরা নয়, চিন্তার কারণ খোদ তৃণমূলের গোঁজ প্রার্থীরা

বিরোধীদের থেকেও এখন মাথা ব্যথার কারণ খোদ তৃণমূলের গোঁজ প্রার্থীরা ৷ তবে গোঁজ নিয়ে চিন্তিত নয় বলে দাবি শাসকদলের জেলা নেতৃত্বের ৷

Panchayat Elections
তৃণমূলের গোঁজ প্রার্থী

By

Published : Jun 15, 2023, 9:26 PM IST

মেদিনীপুর, 15 জুন: গোঁজ আটকাতে শেষবেলায় মনোনয়নের কৌশল নিয়েছিল তৃণমূল ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল সেই গোঁজ প্রার্থীরাই ৷ আর তা নিয়েই সমস্যায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব । তবে এই গোঁজ প্রার্থীদের নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়নকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর সামনে আসছে ৷ আজ মনোনয়ন পেশের শেষ দিন ৷ শাসকদলের তরফে বৃহস্পতিবারই বাকি থাকা আসনে প্রার্থীরা মনোনয়ন জমা করছে ৷ তবে এসবের মাঝে এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে ভাবাচ্ছে দলেরই গোঁজ প্রার্থীরা । কারণ যারা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের টিকিট পায়নি তারা নির্দল হিসেবে মনোনয়ন করেছে বিডিও এবং এসডিও অফিসে । তাতেই সমস্যায় পড়েছে তৃণমূল । বিশেষ করে কঙ্কাবতী অঞ্চলে প্রায় 23টি গোঁজ প্রার্থী দিয়েছে শাসকদলেরই বিরোধী গোষ্ঠীরা । এছাড়া চাঁদড়াতে গোঁজ প্রার্থী দেওয়া হয়েছে ৷ তেমনই গোঁজ প্রার্থী দেওয়া হয়েছে গড়বেতা ও শালবনী, চন্দ্রকোনা, দাসপুর, ঘাটাল, ডেবরা-সহ বিভিন্ন জায়গায় ।

তবে এই গোঁজ প্রার্থী নিয়ে গুরুত্ব দিতে নারাজ শাসকদল । মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "কোথাও কোথাও কয়েকজন এই মনোনয়ন করেছে ৷ কিন্তু দেখতে হবে তারা কতদিন তৃণমূলে কাজ করেছেন । আমরা দাবি করে বলতে পারি তারা দীর্ঘ বছর দুয়েক তৃণমূলের সঙ্গে ছিলেন না ।" যদিও এই গোঁজ প্রার্থী নিয়ে মাথা ব্যথা নেই বলে জানালেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "জেলায় এরকম কোন খবর আছে বলে জানি না । তবে এইতো সবে মনোনয়ন দেওয়া হল ৷ এখনও প্রত্যাহার করার দিন 20 তারিখ পর্যন্ত আছে । শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ।"

আরও পড়ুন:গোঁজ আটকাতে শেষবেলায় মনোনয়ন ! 17 জুন ব্লু-প্রিন্ট তৈরি করতে বৈঠকে তৃণমূল

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে । মেদিনীপুর জেলার বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন, "এটা হচ্ছে টাকা রোজগারের পার্টি । তাই টাকা পেতেই এই এক ও একাধিক প্রার্থী দাঁড়িয়েছে শাসকদলের । রাজ্যের শাসকদল চার দিন কেটে যাওয়ার পরও নামের তালিকা প্রকাশ করতে পারেনি ৷ তাই তারা বিক্ষুব্ধ হয়ে অনেকেই দেওয়াল লেখা শুরু করে দিয়ে প্রচার নেমে গিয়েছে । তাই চোর ডাকাতদের কাছে এই প্রার্থী হয়ে দাঁড়ানো টাকা ইনকাম ছাড়া আর কিছুই নয় ।"

ABOUT THE AUTHOR

...view details